বিধানসভা নির্বাচনের (Bidhansabha Election) দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে আগামীকাল শুক্রবার। ছত্তিশগড়ে (Chhattisgarh) দ্বিতীয় দফার ভোট গ্রহণ এবং ২৩০ সদস্যের মধ্যপ্রদেশে একদফায় ভোটগ্রহণ হবে শুক্রবার। শুক্রবার মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন বলেই গতকাল বুধবার সন্ধ্যাতেই দুই রাজ্যে নির্বাচনী কোড অফ কনডাক্ট-এর নিয়ম অনুযায়ী প্রচারে ইতি টানা হয়েছে। মিছিল, জনসভা, পথসভা বন্ধ করা হলেও ইন্টারনেটে প্রচারে এখনও অব্যাহত। মধ্যপ্রদেশ, ছত্রিশগড়ে প্রধান দুই দল, কংগ্রেস ও বিজেপি সোশ্যাল মিডিয়ায় বিপুল অঙ্কের টাকা খরচ করে প্রচারের প্রতিযোগিতায় নেমেছে বলা যায়।
আরও পড়ুন-বৈশালী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, আহত ১৯
আগামী ৩ ডিসেম্বর বাকি তিন রাজ্য রাজস্থান, তেলঙ্গানা এবং মিজ়োরামের সঙ্গে দু’রাজ্যেই গণনা হবে। ২৩০টি আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় ম্যাজিক ফিগার ১১৬, সেখানে ছত্রিশগড়ের জেতার জন্য পেতে হবে ৪৬ টি আসন।
আরও পড়ুন-সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, তৎপর তামিলনাড়ুর রাজ্যপাল
কাল, শুক্রবার মধ্যপ্রদেশে ২৫৩৩ জন এবং ছত্তিশগড়ে ৯৫৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। মধ্যপ্রদেশে মোট ৫ কোটি ৬০ লক্ষ ৬০ হাজার ৯২৫ জন ভোটার রয়েছেন। তার মধ্যে ২ কোটি ৮৮ লক্ষ ২৫ হাজার ৬০৭ জন পুরুষ এবং ২ কোটি ৭২ লক্ষ ৩৩ হাজার ৯৪৫ জন মহিলা ও ১৩৭৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টা থেকে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কাল ছত্তিশগড়ে দ্বিতীয় দফায় ভোট দিচ্ছেন ১ কোটি ৬৩ লক্ষ ১৪ হাজার ৪৭৯ জন। এখানে ভোট শুরু হবে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।