প্রতিবেদন : প্রতিশোধ নিতে ইজরায়েল হামলার মূল ষড়যন্ত্রকারী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহর বাড়িতে বোমা হামলা চালাল ইজরায়েলি সেনা। সেই হামলার ভিডিও প্রকাশ করেছে ইজরায়েল। দাবি করা হয়েছে, যে বাড়িতে এই হামলা চালানো হয়েছে সেটি হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইলের বাড়ি।
আরও পড়ুন-সম্ভাবনা নেই, জানাল কেন্দ্র
বৃহস্পতিবারের এই হামলার প্রসঙ্গে আইডিএফের তরফে জানানো হয়েছে, গাজায় ইসমাইল হানিয়েহর বাড়ি আক্রমণ করা হয়েছে। ইজরায়েলের দাবি, হানিয়েহর বাড়ি জঙ্গিদের ঘাঁটি হিসাবে ব্যবহার করা হত। এখানে বসেই ছক কষা হয়েছিল কীভাবে ইজরায়েলের সাধারণ মানুষ ও সেনার উপর হামলা চালানো হবে। এখান থেকেই হামাসের শীর্ষনেতাদের সঙ্গে আলোচনার পর জঙ্গিদের নির্দেশ দেওয়া হত।
আরও পড়ুন-ভারতীয় তরুণীর প্রাণভিক্ষার আর্জি, খারিজ ইয়েমেনের সুপ্রিম কোর্টে
উল্লেখ্য, হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহকে বহু দেশ হামাসের প্রধান হিসাবে গণ্য করে। নয়ের দশকের শেষ থেকে উত্থান শুরু হয় হানিয়েহর। হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ‘দক্ষিণহস্ত’ বলে পরিচিত এই জঙ্গি। ২০০৬ সালে প্যালেস্টাইনের প্রধানমন্ত্রীও নির্বাচিত হয় ইসমাইল।
গত ৭ অক্টোবর ইজরায়েলের বুকে বেনজির হামলা চালায় প্যালেস্টাইনের জঙ্গিগোষ্ঠী হামাস। প্রাণ হারিয়েছিলেন ১৪০০-র বেশি ইজরায়েলি।
আরও পড়ুন-ছটপুজোতেও হাজির ‘অভিষেকের দূত’
দুশোর বেশি মানুষকে পণবন্দি করে হামাস। বিশ্লেষকদের অনেকে মনে করেন, মূলত ইরানের মদতেই এতটা আক্রমণাত্মক হয়েছে এই সুন্নি জেহাদিরা। হামাসের সেনাপ্রধান মহম্মদ দাইফ ও রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহ একাধিকবার নাকি তেহরান সফরেও গিয়েছিল। ফলে অন্যান্য হামাস নেতাদের মতো ইজরায়েলের নিশানায় ছিল এই হানিয়েহও।