প্রতিবেদন : শাসক বা বিরোধী কোনও জোটে না থাকলেও নানা ঘটনায় বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ উঠছে বিএসপি নেত্রী মায়াবতীর বিরুদ্ধে। একদা উত্তরপ্রদেশের ক্ষমতায় থাকলেও ২০১৭ সালের পর থেকে বিভিন্ন নির্বাচনে ব্যাপক ধাক্কা খেয়েছে বহুজন সমাজ পার্টি। আর্থিক দুর্নীতির তদন্ত থেকে বাঁচতে বিজেপি সম্পর্কে তিনি এখন নরম অবস্থান নিয়ে চলেছেন বলে অভিযোগ রাজনৈতিক মহলের।
আরও পড়ুন-রামের নাম না বলায় বর.খাস্ত স্কুল শিক্ষক, যত কাণ্ড উত্তরপ্রদেশে!
এই পরিস্থিতিতে লোকসভা ভোটের আগে নিজের উত্তরাধিকারী ঘোষণা করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী। তিনি জানিয়েছেন, তাঁর পরে দলের হাল ধরবেন তাঁরই আপন ভাইপো। আগামী দিনে তিনিই হবেন মায়াবতীর ঘোষিত উত্তরসূরি। অর্থাৎ বিএসপির প্রধান। মায়ার এই ভাইপোর নাম আকাশ আনন্দ। বয়স মাত্র ২৮। রাজনীতিতে তাঁর অভিজ্ঞতা মাত্র বছর ছ’য়েকের।
আরও পড়ুন-ফের রেলে বিপত্তি, লাইন থেকে ছিটকে গেল ২টি কামরা
২০১৭ সালে উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের মুখে সমাজবাদী পার্টি ও বিএসপির জোটপর্বের সময় মায়ার ভাইপো আকাশের আত্মপ্রকাশ। মায়াবতীই দলীয় সতীর্থদের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে তাঁকে সাংগঠনিক নানা দায়িত্ব দেন। লন্ডন থেকে এমবিএতে স্নাতক পাশ আকাশ সেইসময় থেকেই বিএসপির বহু গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করে থাকেন বলে দলীয় সূত্রে খবর।