ফের রেলে বিপত্তি, লাইন থেকে ছিটকে গেল ২টি কামরা

সূত্রের খবর, রবিবার রাতে মহারাষ্ট্রের কাসারা রেলওয়ে স্টেশনের কাছে একটি মালগাড়ির দুটি কামরা লাইনচ্যুত হয়ে গেল ।

Must read

ফের রবিবার রাতে রেলে বিপত্তি। দুর্ঘটনার মুখে এবার মালগাড়ি (Goods Train)। সূত্রের খবর, রবিবার রাতে মহারাষ্ট্রের কাসারা রেলওয়ে স্টেশনের কাছে একটি মালগাড়ির দুটি কামরা লাইনচ্যুত হয়ে গেল। এই ঘটনার ফলে ২০টি এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করা হয়। শুধু তাই নয়, বেশ কয়েকটি ট্রেন বাতিলও করা হয়েছে।

আরও পড়ুন-৩৭০ ধারা রদ : আজ সুপ্রিম রায়

সেন্ট্রাল রেলওয়ের তরফে এই মর্মে জানানো হয়েছে, রবিবার সন্ধে সাড়ে ছ’টা নাগাদ মহারাষ্ট্রের কাসারা ও ইগাতপুরীর মধ্যে হঠাৎ করেই লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির দুটি কামরা। এরপরেই ডাউন লাইন ও মিডল লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মুম্বই থেকে হাওড়াগামী এক্সপ্রেস ট্রেন ও মুম্বই-আদিলাবাদ নন্দীগ্রাম এক্সপ্রেস অনেকক্ষণ আটকে থাকে।

আরও পড়ুন-রাজ্যবাসীর মঙ্গলকামনায় মাহেশে শান্তিযজ্ঞ-গীতাপাঠ

মুম্বই-নন্দেদ এক্সপ্রেস, পঞ্জাব মেইল এক্সপ্রেস, গোন্দিয়া এক্সপ্রেস, নাগপুর দুরন্ত এক্সপ্রেস, মুম্বই-হাওড়া এক্সপ্রেস, অমরাবতী এক্সপ্রেস, শালিমার এক্সপ্রেল, পাটলিপুত্র এক্সপ্রেস, বারাণসী এক্সপ্রেস, গোরক্ষপুর এক্সপ্রেস, অমৃতসর এক্সপ্রেস সহ ২০টি এক্সপ্রেস ট্রেন চলাচল ব্যবহত হয়। এই ট্রেনগুলিকে অন্য রুটে পাঠানো হয়েছে। বাতিল করা হয়েছে, হাওড়া এক্সপ্রেস, মনমেদ পঞ্চবটী এক্সপ্রেস, প্রতাপগড় এক্সপ্রেস ও আদিলাবাদ নন্দীগ্রাম এক্সপ্রেস। রেলের তরফে বলা হয়েছে, রাত সাড়ে ১০টা নাগাদ মিডল লাইনে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু ডাউন লাইন থেকে এখনও লাইনচ্যুত কামরাদুটি সরানো সম্ভব হয় নি।

Latest article