রামের নাম না বলায় বর.খাস্ত স্কুল শিক্ষক, যত কাণ্ড উত্তরপ্রদেশে!

জানা গিয়েছে, ধর্মীয় অভিবাদন করার জন্য ছাত্র রামনাম উচ্চারণ করলেও শিক্ষক তা করেননি। সেই রাগেই কোপ পড়েছে শিক্ষকের উপর।

Must read

প্রতিবেদন : যত বেআইনি কাজে এগিয়ে উত্তরপ্রদেশ! এবার এই বিজেপি রাজ্যে উগ্র ধর্মীয় জিগির তুলে হেনস্থা করা হল শিক্ষককে। উত্তরপ্রদেশের হাথরাসে ‘রামনাম’ না বলায় স্কুল থেকে শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। লজ্জার এই ছবি ধরা পড়েছে যোগী রাজ্যের সাইমা মনসুর পাবলিক স্কুলে। জানা গিয়েছে, ধর্মীয় অভিবাদন করার জন্য ছাত্র রামনাম উচ্চারণ করলেও শিক্ষক তা করেননি। সেই রাগেই কোপ পড়েছে শিক্ষকের উপর।

আরও পড়ুন-ফের রেলে বিপত্তি, লাইন থেকে ছিটকে গেল ২টি কামরা

বিজেপি শাসিত রাজ্যে রামের নাম করে কুৎসিত রাজনীতি, বেআইনি কাজ আর গাজোয়ারির ছবিটাই স্পষ্ট হয়ে গিয়েছে এই বেনজির কাণ্ডে। শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা চরম নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা বিশিষ্টদের। পারসারার সাইমা মনসুর পাবলিক স্কুলের শিক্ষককে বরখাস্ত করার ঘটনায় জেলা ম্যাজিস্ট্রেট অর্চনা ভার্মা একটি তদন্ত কমিটি গঠন করেছেন বলে জানা যাচ্ছে। একজন এসডিএম এবং একজন জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে সেই কমিটিতে রাখা হয়েছে।

আরও পড়ুন-৩৭০ ধারা রদ : আজ সুপ্রিম রায়

স্কুল কর্তৃপক্ষের সাফাই, স্কুলেরই এক ছাত্র তাঁর শিক্ষককে ‘রাম রাম’ বলে অভিবাদন করে, কিন্তু শিক্ষক সেই অভিবাদনের প্রত্যুত্তর দেননি বলে অভিযোগ। এরপরই স্কুল ম্যানেজমেন্ট ওই শিক্ষককে বরখাস্ত করে বলে খবর আসে। ব্যক্তি স্বাধীনতার উপর আক্রমণের সমতুল্য এই কাণ্ড প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব সব মহল। সদর সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট রবীন্দ্র কুমার বলেন, এই ঘটনা অনভিপ্রেত। এ ধরনের প্রবণতা আটকাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ডিএম নির্দেশ দিয়েছেন। কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের সময় স্কুলের অধ্যক্ষ সালমান কিদওয়াই জানান, গত ৩০ বছর ধরে স্কুলে হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের শিশুরা পড়াশোনা করেছে। এর আগে কখনও এমন অভিযোগ আসেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Latest article