বড়দিনের (Christmas) নিরাপত্তায় কোনরকম খামতি রাখতে চাইছে না রাজ্য ও পুলিশ প্রশাসন। সবদিক দিয়েই সাধারণ মানুষের সুরক্ষায় কোনোরকম আপোষ করতে চাইছে না সরকার। অতএব নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। এবার ফুট পেট্রলিং এবং মোটর পেট্রলিং ভ্যানে বেশি নজর দিচ্ছে লালবাজার। ক্রিসমাস ইভ ও বড়দিনে এবার পার্ক স্ট্রিট, বিভিন্ন চার্চ-সহ শহরের নিরাপত্তায় তিন হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হচ্ছে। মহিলা নিরাপত্তায় বিশেষ নজর থাকবে। অতিরিক্ত ভিড় সামাল দিতে ছোট ছোট জোন তৈরি করে ভিড়ের মাঝে ফুট পেট্রলিংয় করা হবে বলেই খবর।
আরও পড়ুন-বৃষ্টি বিধ্বস্ত তামিলনাড়ুতে ১১ টন ত্রাণ সামগ্রী বিলি
এই সময় মধ্য কলকাতা জুড়েই থাকে মানুষের থিকথিকে ভিড়। আর এই ভিড়ের মাঝেই বিভিন্ন রকম অপরাধ ঘটে থাকে। ইভটিজিং, শ্লীলতাহানি বা অশালীন আচরণের মত ঘটনা এড়াতেই পার্ক স্ট্রিট এর রাস্তায় ভিড়ের মধ্যেই পায়ে হেঁটে পুলিশ থাকবে। জোন ভাগ করে মোটর সাইকেল পেট্রিলিংয়েরও ব্যবস্থা করা থাকবে। এবার ২৪ ডিসেম্বর রবিবার পড়ছে। তাই স্বাভাবিকভাবেই সকাল থেকেই শহরের বেশ কিছু দর্শনীয় স্থানে বেশ ভিড় হবে। বাইরে থেকেও আসবে অনেকেই। বিকেলে পার্ক স্ট্রিট, নিউ মার্কেট, ক্যাথিড্রল চার্চ-সহ শহরের অন্যান্য চার্চে ভিড় বাড়বে। এই দিন নিরাপত্তার জন্য ২৩০০ পুলিশ কর্মী মোতায়েন করা হবে। যেকোন রকম সমস্যা এড়াতে এবারও থাকছে ওয়াচ টাওয়ার।
আরও পড়ুন-আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রাশিদ খান
পরিস্থিতি সামলাতে কাল, ২৪ ডিসেম্বর শহরের নিরাপত্তার দায়িত্বে থাকছেন ৩ জন ডিসি, ১০ জন এসি, ৫০ জন ইন্সপেক্টর, ২৩৯ জন সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট। এছাড়াও থাকছেন ৩০০ জন এএসআই, ১৪৭২ জন হোমগার্ড। খ্রিস্টমাস উপলক্ষে প্রায় ২০০ জন মহিলা পুলিশও থাকছে। ২৪ ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস ইভে প্রায় ২৩০০ পুলিশ কর্মী রাস্তায় থাকবে। ২৫ তারিখ বড়দিনের দিন ৩২০০ জন উপস্থিত থাকবে। শুধু তাই নয়, কলকাতার সব চার্চ, কালীঘাটের মন্দির, ভিক্টোরিয়া, চিড়িয়াখানা ও অন্যান্য দর্শনীয় স্থানেও থাকছে নিরাপত্তা।
আরও পড়ুন-বেঙ্গালুরুতে ছাত্রছাত্রীদের দিয়ে স্কুলের শৌচালয় পরিষ্কার করানোর ভিডিও ভাইরাল
২৫ ডিসেম্বর উপলক্ষে ৯জন ডিসি, ২৫ জন এসি, ৭৫ জন ইন্সপেক্টর, ৩০৪ জন সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট, ৪০৯ জন এএসআই, ২০৬৪ জন হোমগার্ড ও ৩০০জন মহিলা পুলিশ থাকছেন। উল্লেখ্য, গঙ্গার ঘাটগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বাইরে থেকে যারা আসছেন তারা প্রিন্সেপ ঘাট, মিলেনিয়াম পার্ক-সহ সংলগ্ন এলাকায় ঘুরতে যাবে। তাই সেখানেও যথেষ্ট নজরদারি থাকবে পুলিশের। রিভার পেট্রলিং, ডিএমজি টিম মোতায়েন করা থাকবে। পর্যাপ্ত পরিমাণে ক্যুইক রেসপন্স টিম, এইচআরএফএস থাকবে। কলকাতা পুলিশের তরফে মোট ৮টি অ্যাম্বুলান্স প্রস্তুত থাকবে। ডিভিশন থানাগুলোতে বাড়তি ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।