কবে লক্ষ্যে পৌঁছবে আদিত্য এল১, জানাল ইসরো

ভারতের মহাকাশ গবেষণার মাইলস্টোন ছুঁতে চলেছে আদিত্য এল১ (Aditya L1)। ভারতের আদিত্য এল১ আর কিছুদিনের মধ্যেই নিজের লক্ষ্যে পৌঁছতে চলেছে

Must read

ভারতের মহাকাশ গবেষণার এক মাইলস্টোন ছুঁতে চলেছে আদিত্য এল১ (Aditya L1)। ভারতের আদিত্য এল১ আর কিছুদিনের মধ্যেই নিজের লক্ষ্যে পৌঁছতে চলেছে। যে ল্যাগারেঞ্জিয়ান পয়েন্টে আদিত্য এলের পৌঁছানোর কথা সেটি পৃথিবীপৃষ্ঠ থেকে ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে। ২০২৪ এ সেখানে পৌঁছতে চলেছে আদিত্য এল ১। সূর্যের কাছাকাছি ল্যাগারেঞ্জ পয়েন্ট সংক্রান্ত বিষয়ে ভারতীয় মহাকাশ গবেষণা বিজ্ঞান কেন্দ্র ইসরো-র (ISRO) এই প্রথম উদ্যোগ। ওই বিশেষ পয়েন্টে ভারতের আদিত্য এল১ ২০২৪ সালের ৬ জানুয়ারি পৌঁছতে চলেছে, জানালেন ইসরোর প্রধান এস সোমনাথ। এই প্রথম ভারতীয় স্পেস নির্ভর অবজারভেটারি হ্যালো অরবিট এল১ থেকে সূর্যকে নীরিক্ষণ করতে চলেছে।

আরও পড়ুন-বড়দিনে পার্কস্ট্রিট জুড়ে ক.ড়া নিরাপত্তা, থাকছে ৩০০০ পুলিশ

ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ এই মর্মে জানিয়েছেন, ‘আদিত্য এল১ ৬ জানুয়ারি এলওয়ান পয়েন্টে প্রবেশ করবে। সঠিক সময়টি ঠিক সময়ে ঘোষণা করা হবে। যখন এটি এল ওয়ান পয়েন্টে পৌঁছায়, তখন আমাদের ইঞ্জিনটিকে আরও একবার ফায়ার করতে হবে যাতে এটি বেশি এগিয়ে না যায়। এটি সেই বিন্দুতে যাবে, এবং একবার সেই বিন্দুতে পৌঁছলে, এটি তার চারপাশে ঘুরবে এবং এলওয়ান এ আটকা পড়বে।’ আদিত্য এল১ ভারতের সূর্য কেন্দ্রিক গবেষণায় অনেকটকাই সুবিধা করে দিতে পারে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন-বৃষ্টি বিধ্বস্ত তামিলনাড়ুতে ১১ টন ত্রাণ সামগ্রী বিলি

ইসরোর তরফে বলা হয়েছে, একবার এটি সফলভাবে এলওয়ান পয়েন্টে স্থাপন করা হলে, আগামী পাঁচ বছরের জন্য সেখানে এটি থাকবে। সমস্ত ডেটা সেখান থেকে সংগ্রহ করবে যা শুধুমাত্র ভারতের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। সূর্যের গতিশীলতা এবং এটি কীভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে এই ডেটা খুব কার্যকর হবে।

Latest article