প্রতিবেদন : মকরসংক্রান্তির দিন সকালেই দালাল স্ট্রিটে খুশির হাওয়া। নতুন বছরে সমস্ত রেকর্ড ভাঙল সেনসেক্স। সোমবার বাজার খুলতেই সেনসেক্স পার করল ৭৩ হাজারের গণ্ডি। লাগামহীন উচ্চতায় পৌঁছেছে নিফটিও। বাজার খোলার মুহূর্তে নিফটি ছিল ২২ হাজার সূচকের উপরে। তবে সোমবার সারাদিনই শেয়ার বাজারে ‘বুল রান’ অব্যহত থাকবে বলেই মত বাজার বিশেষজ্ঞদের। শুধুমাত্র ভারতই নয়, এদিন সকালে বাজার খুলতেই চড়চড়িয়ে বেড়েছে এশিয়ার সব দেশের শেয়ারই।
আরও পড়ুন-জাতীয় পতাকায় মুড়ে ফিরল জওয়ানের দেহ, মৃত্যুর কারণ অজ্ঞাতই
এদিকে নতুন বছরে ১৩০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স সূচক। ৬০০ পয়েন্ট বেড়েছে নিফটি সূচকও। তিনদিন আগেই সেনসেক্সের সূচক ৭২ হাজারের সূচক পার করেছিল। এদিন বাজার খুলতেই সেনসেক্সের সূচক ৭৩ হাজারের গণ্ডি পার করল। সকাল সাড়ে ৯টার মধ্যেই সেনসেক্স পৌঁছয় ৭৩২৩৫.৬০ অঙ্কে। যেখানে রবিবার মার্কেট বন্ধ হওয়ার সময় সেনসেক্সের সূচক যা ছিল, এদিন বাজার খুলতে না খুলতেই তার থেকে ০.৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন-আইএনটিটিইউসি-র উদ্যোগে খুলল কারখানা
তবে সোমবার সবচেয়ে বেশি লাভবান হয়েছেন উইপ্রোর লগ্নিকারীরা। এদিন একধাপে ১১ শতাংশ শেয়ার বেড়েছে তথ্যপ্রযুক্তি সংস্থাটির। যদিও গত শুক্রবার বাজার বন্ধের সময়ে যথেষ্ট লোকসানের মুখে পড়তে হয়েছিল তাদের। উইপ্রো ছাড়াও এদিন শেয়ার বাজারে সফল হয়েছে একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থা।