প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমি, জেলা তথ্য সংস্কৃতি দফতর এবং চন্দননগর পুরনিগমের যৌথ উদ্যোগে শুরু হল ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল (Classical Music festival)। রাজ্যের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন অনুষ্ঠানের (Classical Music festival) উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন, হুগলির জেলাশাসক মুক্তা আর্য্য, পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, ডিসি হেড কোয়ার্টার ঈশানী পাল, চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, উপমহানাগরিক মুন্না আগরওয়াল, পুর কমিশনার স্বপন কুণ্ডু প্রমুখ। একইসঙ্গে এদিন রবীন্দ্রভবন সংলগ্ন অবনীন্দ্র প্রদর্শশালায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মন্ত্রী ইন্দ্রনীল সেনের তত্ত্বাবধানে শুরু হয় বাংলার ‘রাগ সঙ্গীত’ প্রদর্শনী। রবিবার পর্যন্ত চলবে এই সঙ্গীত উৎসব।