প্রতিবেদন : গাঁয়ে না মানে আপনি মোড়ল ভূমিকা পাকিস্তানের। বেহাল অর্থনৈতিক অবস্থার জেরে যে দেশের প্রায় আর্থিকভাবে দেউলিয়া হওয়ার মতো পরিস্থিতি, তারাই নাকি এবার অর্থ দিয়ে সাহায্য করবে মালদ্বীপকে! যদিও পাকিস্তানের এই ভূমিকাকে কূটনৈতিক মহলের অনেকেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানের কৌশল মনে করছেন। মালদ্বীপের সঙ্গে ভারতের সাম্প্রতিক টানাপোড়েনের দিক থেকে বিষয়টি ইঙ্গিতবাহী। আরও উল্লেখযোগ্য বিষয় হল, পাকিস্তান এবং মালদ্বীপ দুই দেশই এই মুহূর্তে চিনের উপর নির্ভরশীল। পাকিস্তান তো বটেই, মালদ্বীপের বর্তমান সরকার চিনের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা খোলাখুলি প্রকাশ করছে।
আরও পড়ুন-২২ হাজারের গণ্ডি পার নিফটির, চাঙ্গা হল শেয়ার বাজার
এবারের কেন্দ্রীয় বাজেটে প্রতিবেশী বিদেশি রাষ্ট্রগুলির মধ্যে মালদ্বীপের জন্য আর্থিক সাহায্যের বরাদ্দ অনেকটাই কমিয়েছে মোদি সরকার। আর এই তথ্য সামনে আসার পরেই পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী ফোন করেছেন মালদ্বীপ প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুকে। ভারতের পাল্টা কৌশল হিসাবে মালদ্বীপকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী আনওয়ার উল হক কাকর। প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুকে ফোন করে সাহায্যের আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন-সিলেবাসে বদল হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির
ভারতের বাজেটে মালদ্বীপকে সাহায্যের বরাদ্দে কিছুটা কাটছাঁট করা হয়েছে। তার ঠিক পরের দিন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের মালদ্বীপের প্রেসিডেন্টকে ফোন কূটনৈতিক পদক্ষেপ হিসাবে গুরুত্বপূর্ণ। চিনঘনিষ্ঠ দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার বার্তা দিয়েছেন দুই রাষ্ট্রপ্রধান।
আরও পড়ুন-বছর শুরুতেই আমেরিকায় চার ভারতীয় পড়ুয়ার মৃত্যু, উদ্বিগ্ন ভারতীয় কনসুলেট
সূত্রের খবর, মালদ্বীপকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। জানিয়েছেন, সেদেশের উন্নয়নের প্রয়োজনে অর্থসাহায্য করবে পাকিস্তানও। খোদ মালদ্বীপের প্রেসিডেন্টের দফতর থেকে বিবৃতি জারি করে পাক প্রধানের আশ্বাসের কথা জানানো হয়েছে। কীভাবে দুই দেশের দ্বিপাক্ষিক বন্ধনকে আরও দৃঢ় করা যায়, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে তা নিয়ে আলোচনার কথাও উল্লেখ করা হয়েছে। মালদ্বীপের প্রয়োজনে মুইজ্জু পাকিস্তানকে পাশে পাবে বলেই জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। যদিও পাকিস্তানের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি শুনে অনেকে বলছেন, যে দেশের মানুষ আর্থিক সংকটে জেরবার, যে দেশের কার্যত দেউলিয়া অবস্থা, তারা আবার কী সাহায্য করবে মালদ্বীপকে?