৮ ফেব্রুয়ারি পেশ রাজ্য বাজেট

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে আগামী সোমবার। আপাতত ঠিক হয়েছে ৫ দিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অধিবেশন।

Must read

প্রতিবেদন : রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে আগামী সোমবার। আপাতত ঠিক হয়েছে ৫ দিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অধিবেশন। ৮ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় পেশ করা হতে পারে আগামী আর্থিক বছরের রাজ্য বাজেট। লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য বাজেটে কোন কোন বিষয়গুলি উঠে আসছে সেদিকেই নজর সকলের।

আরও পড়ুন-বছর শুরুতেই আমেরিকায় চার ভারতীয় পড়ুয়ার মৃত্যু, উদ্বিগ্ন ভারতীয় কনসুলেট

বাজেট অধিবেশন শুরুর আগে শুক্রবার প্রথা মেনে সর্বদলীয় বৈঠক ডাকেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। যদিও রাজনৈতিক অসৌজন্যের নজির অব্যাহত রেখে বৈঠকে যোগ দেয়নি বিজেপি বিধায়করা। সৌজন্য দেখিয়ে বিরোধী দলনেতার সাসপেনশন মেয়াদ শেষ হওয়ার আগেই তুলে নিয়েছিলেন অধ্যক্ষ। প্রধান বিরোধী দলের তরফে অবশ্য এই সৌজন্য বা শিষ্টাচার বজায় রাখার কোনও প্রয়াস লক্ষ্য করা যায়নি। তবে সর্বদল বৈঠকে যোগ দিয়েছিলেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। বিজেপি বিধায়কদের অনুপস্থিতি নিয়ে বিধানসভা চত্বরে ফিসফাস শোনা যায়। এই বিষয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, হাউসে বিরোধীদের থাকা উচিত। বিরোধী ছাড়া রাজনীতি হয় না। পরপর দু’টি বৈঠক উপেক্ষা করা যুক্তিযুক্ত হয়নি প্রধান বিরোধী দলের। তিনি বলেন,‍‘‘আমি অল ইন্ডিয়া স্পিকার কনফারেন্সে যোগ দিয়েছিলাম। কোনও রাজ্যের স্পিকাররা বলেননি যে, বিরোধীরা এভাবে এতদিন বিধানসভায় অনুপস্থিত ছিলেন। এমন নজির নেই। আমি চাই বিরোধীরা থাকুন। প্রধানমন্ত্রী যা বলেছেন, আমি সহমত। হাউসে বিরোধীদের থাকা উচিত। বিরোধী ছাড়া রাজনীতি হয় না। গণতন্ত্র সুরক্ষিত হয় না। বিধানসভার মর্যাদা রাখার দায়িত্ব বিরোধীদেরও।’‌’

আরও পড়ুন-মালদ্বীপকে আর্থিক সাহায্য করবে এবার দেউলিয়া পাকিস্তান! মুইজ্জুকে ফোন আনোয়ারের

অধিবেশন শুরুর দিন অধিবেশনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। তারপরই মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তিনি বৈঠকে বসবেন। বাজেট অধিবেশনের শুরুতেই আনা হবে শোক প্রস্তাব। তারপরই শেষ হয়ে যাবে অধিবেশন। ৬ ও ৭ ফেব্রুয়ারি হাওড়া পুরসভা নিয়ে সংশোধনী বিল পেশ করা হবে রাজ্য বিধানসভায়। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাজেট পেশ করা হবে। ৯ ও ১০ ফেব্রুয়ারি পেশ করা বাজেট নিয়ে চলবে আলোচনা। এবার সামনে লোকসভা নির্বাচন। তাই তার আগে রাজ্যবাসীর জন্য নতুন কোনও খাতে অর্থ বরাদ্দ হয় কি না এবং অর্থ বরাদ্দ বৃদ্ধি করা হয় কি না, সেদিকেই তাকিয়ে সকলে। তবে এবারের বাজেটে একাধিক বড় ঘোষণা থাকতে পারে।

Latest article