রাজ্যকে জল জীবন মিশন প্রকল্পের ১ হাজার কোটি টাকা দিল কেন্দ্র, মুখ্যমন্ত্রীর চাপের কাছে নতিস্বীকার

কার্যত লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ কেন্দ্রের বিজেপি সরকারের ওপর যে কতটা চাপ বাড়িয়েছে তা প্রমাণ হল ধরনা শুরু হতেই।

Must read

প্রতিবেদন : অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপের কাছে নতিস্বীকার করল কেন্দ্রের বিজেপি সরকার। বকেয়া আদায়ের জন্য ধরনা, আন্দোলন, এমনকী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও চিঁড়ে ভেজেনি। অবশেষে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ধরনায় বসতেই রাজ্যের বকেয়া মেটানো শুরু করল কেন্দ্রীয় সরকার। শুক্রবারই কেন্দ্রের তরফে জল জীবন মিশন প্রকল্পের ১ হাজার কোটি টাকা বাংলার জন্য বরাদ্দ করল মোদি সরকার।

আরও পড়ুন-৮ ফেব্রুয়ারি পেশ রাজ্য বাজেট

বৃহস্পতিবারই কেন্দ্র সরকারের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেট ভাষণে দেশের অর্থনীতি নিয়ে অনেক ভাল ভাল কথা বললেও বাংলার দিকে তাকালেই বোঝা যাচ্ছে অর্থমন্ত্রীর সেই দাবি কতটা অন্তঃসারশূন্য। বাংলায় কেন্দ্রের সব প্রকল্পই প্রায় বরাদ্দের অভাবে মুখ থুবড়ে পড়ার মুখে। রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে নিজেদের তহবিল থেকে টাকা দিয়ে মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছে।
শুক্রবার থেকেই ৪৮ ঘণ্টার ধরনায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ কেন্দ্রের বিজেপি সরকারের ওপর যে কতটা চাপ বাড়িয়েছে তা প্রমাণ হল ধরনা শুরু হতেই। কেন্দ্রীয় সরকারের তরফে বাড়ি বাড়ি জল পৌঁছনোর প্রকল্পে ১ হাজার কোটি টাকা অনুমোদন করল। এই প্রকল্প ২০২৫ সালের মধ্যে সম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন-মালদ্বীপকে আর্থিক সাহায্য করবে এবার দেউলিয়া পাকিস্তান! মুইজ্জুকে ফোন আনোয়ারের

তবে লোকসভা ভোটের মুখে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে চাপে পড়ে গিয়ে কেন্দ্র যেভাবে বরাদ্দ মঞ্জুর করেছে তাতে বাংলার মানুষেরই জয় হয়েছে। মুখ্যমন্ত্রী সম্প্রতি বিভিন্ন সভা থেকে বারবার বলেছেন, এই টাকা বাংলার প্রাপ্য, তা আটকে রেখেই দীর্ঘদিন ধরে বাংলার মানুষের ওপর অন্যায় করে চলেছে মোদি সরকার।

Latest article