প্রতিবেদন : বিহারের বুদ্ধগয়ায় তিব্বতের ধর্মীয় নেতা দলাই লামার সফরের মধ্যে বৃহস্পতিবার আচমকাই উঠে এল এক তিব্বতি মহিলার কথা। এদিন সকালে পুলিশ ওই চিনা মহিলার সন্ধানে একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে। বিহার পুলিশের এসএসপি হরপ্রীত কৌর জানিয়েছেন, তাঁরা সং জিয়া ওলান নামে ওই চিনা মহিলার স্কেচ প্রকাশ করেছেন।
আরও পড়ুন-১ জানুয়ারি থেকে ৬ দেশের যাত্রীদের কোভিড পরীক্ষার তথ্য বাধ্যতামূলক
পাশাপাশি ওই মহিলার পাসপোর্ট ও ভিসার বিবরণও গণমাধ্যমের শেয়ার করা হয়েছে। জিয়ার ছবি নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। বুদ্ধগয়ার হোটেল ব্যবসায়ীদের জিয়ার সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে। ওই মহিলার কোনও সন্ধান পেলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে। ওই মহিলা যদি বুদ্ধগয়ায় এসে থাকেন তবে তিনি কোথায় আছেন তা জানতে সব ধরনের চেষ্টা চলছে। তবে পুলিশ ওই চিনা মহিলাকে কেন খুঁজছে সে বিষয়ে হরপ্রীত কিছু বলেননি।
আরও পড়ুন-রুশ হানার বহর বাড়ছে কিয়েভে
ওই চিনা মহিলাকে খোঁজার পাশাপাশি, মহাবোধি মন্দির ও সংলগ্ন এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। আগত ভক্তদেরও তল্লাশি করা হচ্ছে। উল্লেখ্য, তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা বুদ্ধগয়ায় এক মাসের জন্য রয়েছেন। বুদ্ধগয়া কালচক্র ময়দানে ধর্মগুরু দালাই লামার তিনদিনের এক শিক্ষাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। চিনা মহিলার স্কেচ প্রকাশের সঙ্গে সঙ্গেই দালাই লামার নিরাপত্তাও বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সকালে বুদ্ধগয়ায় এক সমাবেশে ভাষণ দেন দলাই লামা।