শীতে জমে বরফ নায়াগ্রা জলপ্রপাত

তুষারপাতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে মার্কিন মুলুকে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে, তুষারপাতে প্রাণ হারিয়েছেন কম করেও ৬৯ জন

Must read

প্রতিবেদন : তুষারপাতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে মার্কিন মুলুকে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে, তুষারপাতে প্রাণ হারিয়েছেন কম করেও ৬৯ জন। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, আবহবিদরা তা জানাতে পারছেন না। ইতিমধ্যেই নায়াগ্রা জলপ্রপাতের একটি ছবি ভাইরাল হয়েছে। ওই ছবিতে দেখা গিয়েছে, জলপ্রপাতের জল জমে বরফ।

আরও পড়ুন-দলাই লামার সফরের মধ্যে বুদ্ধগয়ায় পুলিশের নজরে এক চিনা মহিলা

নায়াগ্রা পার্কের নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটে লেখা হয়েছে, প্রতি বছরই প্রবল ঠান্ডায় জলপ্রপাতের জলের গতি কিছুটা হলেও কমে যায়। তবে জল জমে বরফ হয়ে যাওয়ার ঘটনা ঘটল ৫৮ বছর পর। জলপ্রপাতের ওপরের অংশ বরফে পরিণত হলেও নিচের অংশ দিয়ে সামান্য জল চুইঁয়ে পড়ছে।

আরও পড়ুন-১ জানুয়ারি থেকে ৬ দেশের যাত্রীদের কোভিড পরীক্ষার তথ্য বাধ্যতামূলক

ওয়েবসাইটের তথ্য বলছে, প্রতি সেকেন্ডে এই জলপ্রপাত থেকে ৩১৬০ টন জল ৩২ ফুট উঁচু থেকে গড়িয়ে পড়ে। কিন্তু আমেরিকার তাপমাত্রা আচমকা এতটাই কমে গিয়েছে যে, নায়াগ্রা জলপ্রপাতের জল জমে বরফ হয়ে গিয়েছে। শেষবার জল জমেছিল ১৯৬৪ সালে। কয়েক দশকবাদে ফের এই ধরনের ঘটনার সাক্ষী হল আমেরিকা। সেদেশে তুষারপাত এখনও অব্যাহত। বহু এলাকা অন্ধকারে ডুবে রয়েছে। ব্যাহত হয়েছে রেল, সড়ক ও বিমান পরিষেবা। বিদ্যুৎ না থাকায় মানুষের সমস্যা আরও বেড়েছে।

Latest article