মমতাবালার জেহাদ, বিজেপির গোলাম বানানোর অপচেষ্টা রুখবেন মতুয়ারা

সভায় বক্তব্য পেশ করতে গিয়ে গোপাল শেঠ নাম না করে বিজেপিকে আক্রমণ করেন। সিএএ-এনপিআর ভোটের ভাঁওতা বলে জানান

Must read

সংবাদদাতা, বনগাঁ : আমাদের গোলামে পরিণত করার চেষ্টা করছে, এনআরসি নিয়ে এসে আমাদের বঞ্চিত করার চেষ্টা চলছে। নাম না করে বিজেপিকে আক্রমণ করে বলেন মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা মমতাবালা ঠাকুর। বাগদা ব্লক মতুয়া মহাসংঘের ধর্মীয় মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় মাঠে। বৃহস্পতিবার সম্মেলনে উপস্থিত ছিলেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ ও মমতাবালা। সভায় বক্তব্য পেশ করতে গিয়ে গোপাল শেঠ নাম না করে বিজেপিকে আক্রমণ করেন। সিএএ-এনপিআর ভোটের ভাঁওতা বলে জানান।

আরও পড়ুন-শীতে জমে বরফ নায়াগ্রা জলপ্রপাত

তিনি বলেন, ‘আবার মতুয়া সম্প্রদায়ের মানুষের উপরে নিপীড়ন চালাতেই ভোটের আগে সিএএ, এনপিআর, এনআরসির কথা বলা হয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছেন।’ মতুয়া মহাসংঘের উপদেষ্টা মমতা ঠাকুর বলেন, ‘মতুয়া সম্প্রদায়ের মানুষকে বঞ্চিত করা হয়েছে। তাঁদের গোলামে পরিণত করতে আবার একটি রাজনৈতিক দল চেষ্টা চালাচ্ছে। এনআরসি এনে আমাদেরকে আবার বঞ্চিত করবার চেষ্টা চালানো হচ্ছে।’ এনআরসি নিয়ে এলে ডংকা-কাঁসর নিয়ে কলকাতার রাজপথ অবরুদ্ধ করে দেওয়ার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামীতে প্রতিবাদ শুরু করতে হবে বাগদা থেকে। আমরা বেনাগরিক হতে দেব না। সেন্ট্রাল গভর্নমেন্টকে লড়াই করে দেখিয়ে দিতে হবে একজন উদ্বাস্তুকেও আমরা বেনাগরিক হতে দেব না। শুভেন্দুই বলুক বা শান্তনু ঠাকুর বলুক, তার প্রতিবাদ আপনারাই করবেন।’

Latest article