দল বা বিরোধী নেতা-কর্মী, দুর্নীতিতে রেহাই নয় কারও, নতুন তৃণমূল কংগ্রেস

ইতিপূর্বে হলদিয়ায় এসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ঠিকাদারি করলে তৃণমূল করা যাবে না।

Must read

সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর : তৃণমূল কংগ্রেস দলের নেতা-কর্মী হোক বা বিরোধী শিবিরের, তাতে কিছু যায়-আসে না। বাস্তবে ‘নতুন তৃণমূল কংগ্রেস’ অন্যায় কিংবা দুর্নীতির সঙ্গে কোনওভাবে আপস করবে না। বুধবার জেলায় দুর্নীতির ইস্যুতে চার নেতার গ্রেফতার এই বার্তায় সিলমোহর দিল। ইতিপূর্বে হলদিয়ায় এসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ঠিকাদারি করলে তৃণমূল করা যাবে না।

আরও পড়ুন-মমতাবালার জেহাদ, বিজেপির গোলাম বানানোর অপচেষ্টা রুখবেন মতুয়ারা

কাঁথিতে সভা করতে এসে তিনি বলে যান, পঞ্চায়েতে উন্নয়ন না করলে বা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে দল কড়া ব্যবস্থা নেবে। জেলাবাসীর বিভিন্ন অভাব-অভিযোগ শোনার জন্য মোবাইল নম্বর দিয়ে ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি চালু করে যান। বুধবার জেলার চার নেতার গ্রেফতারে তাঁর সেই ঘোষণার স্পষ্ট প্রতিফলন দেখল জেলার মানুষ। দলের হাইকমান্ডের নির্দেশেই বুধবার শহিদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর ১ পঞ্চায়েত প্রধান শেখ সেলিম আলি ইস্তফা দিয়েছেন। তাঁর সম্পর্কে দুর্নীতির অভিযোগ পাওয়ার পর শুধু গ্রাম প্রধান নয়, আইএনটিটিইউসি অনুমোদিত কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ঠিকা শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পদ থেকেও সেলিম আলিকে ছেঁটে ফেলা হয়।

আরও পড়ুন-শীতে জমে বরফ নায়াগ্রা জলপ্রপাত

মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দিবাকর জানা একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছাড়েন। প্রকাশ্যে পতাকা না ধরলেও তিনি বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয়দের দাবি। ৩০ লক্ষ টাকা বোল্ডার দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। হলদিয়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর প্রশান্ত দাস চাকরির নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন। প্রশান্ত হলদিয়ার প্রাক্তন চেয়ারম্যান তথা বিজেপি নেতা শ্যামল আদকের ঘনিষ্ঠ বলে পরিচিত। একই দিনে বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু-ঘনিষ্ঠ কাঁথি পুরসভার ঠিকাদার রামচন্দ্র পন্ডাকে গ্রেফতার করা হয়। ভুয়ো শংসাপত্র দিয়ে কোটি টাকার বেশি ঠিকাদারি কাজের অভিযোগে। দলের শুদ্ধিকরণ থেকে বিরোধী শিবিরে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কড়া বার্তা পৌঁছে দেওয়ায় ‘নতুন তৃণমূল কংগ্রেস’ ঠিক পথে এগোচ্ছে, মনে করেন জেলার সিংহভাগ বাসিন্দা।

Latest article