দুবাই, ১৯ ডিসেম্বর : ঘড়ির কাঁটার সঙ্গে টাকার অঙ্ক যেন সমানে সমানে পাল্লা দিচ্ছিল। দুপুর একটায় দুবাইয়ে সপ্তদশ আইপিএলের নিলাম শুরুর ঘণ্টা খানেকের মধ্যে স্যাম কারেনকে (১৮.৫০ কোটি) টপকে আইপিএলের ইতিহাসে সর্বাধিক মূল্যের ক্রিকেটার হন সদ্য বিশ্বকাপজয়ী অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স। চার ফ্র্যাঞ্চাইজির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি সানরাইজার্স হায়দরাবাদের। রেকর্ড ২০ কোটি ৫০ লক্ষ টাকায় অস্ট্রেলীয় পেসারকে দলে নেওয়ার পর গর্বিত মনে হচ্ছিল কমলা ব্রিগেডের মালকিন কাব্য মারানকে।
আরও পড়ুন-স্কুল পরিদর্শনে গিয়ে পড়ুয়াদের নিয়ে মিড ডে মিল খেতে বসে গেলেন বিডিও
মিনিট দশেকের বিরতির পর নিলামের দ্বিতীয় পর্বে যে দেশোয়ালি ভাইয়ের কাছেই রেকর্ড হাতছাড়া করবেন কামিন্স, কে জানত! টাকার পাহাড়ে সতীর্থকে টেক্কা দিয়ে বাজিমাত করলেন মিচেল স্টার্ক। কামিন্সের জন্য না ঝাঁপিয়ে ডেথ বোলিং স্পেশালিস্ট বাঁ-হাতি অস্ট্রেলীয় পেসারকে সর্বকালীন রেকর্ড দাম ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় দলে নিয়েই থামল কলকাতা নাইট রাইডার্স। দুই অস্ট্রেলীয় পেসারের সঙ্গে ইতিহাসে শাহরুখ খানের কেকেআরও।
আরও পড়ুন-পথশ্রী প্রকল্পে ১০০ কোটিতে দ্রুত সংস্কার করবে জেলা প্রশাসন
আইপিএল তো বটেই, আজ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি লিগে এত দাম কারও ওঠেনি। ৯ বছর পর আইপিএলে ফিরে নতুন ইতিহাস স্টার্কের। ২০১৫ সালে আরসিবি-র হয়ে শেষবার আইপিএলে খেলেছিলেন স্টার্ক। ২০১৮ সালে তাঁকে প্রায় ১০ কোটিতে দলে নিয়েছিল কেকেআর। চোটের কারণে সেবার টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন অস্ট্রেলীয় স্পিডস্টার। টি-২০ বিশ্বকাপের জন্যই এবার আইপিএলে খেলতে চেয়েছিলেন। কেকেআর আসরে নামার আগেই নিলামে স্টার্ককে পেতে ঝাঁপিয়েছিল প্রায় সব দলই। দিল্লি, মুম্বই, গুজরাটের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। এরপর হঠাৎই আসরে নেমে অলআউট ঝাঁপায় কেকেআর। সেই যে লড়াইয়ে নামল, আরসিবি-কে টেক্কা দিয়ে সব রেকর্ড ভেঙে স্টার্ককে জালে তুলেই দম ফেলল গৌতম গম্ভীরের টিম।
আরও পড়ুন-কানপুরে দ.লিত অনুষ্ঠানে ভাঙ.চুর, গু.লি চালাল দুষ্কৃ.তীরা, গ্রেফতার ৫
সর্বাধিক মূল্যের জোড়া ইতিহাসের দিন তৃতীয় সর্বোচ্চ দামে বিক্রি হলেন নিউজিল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার ড্যারিল মিচেল। ১৪ কোটিতে তাঁকে নিল চেন্নাই সুপার কিংস। বেন স্টোকসের বিকল্প হিসেবেই কিউয়ি তারকাকে দেখছে মহেন্দ্র সিং ধোনির দল। বিশ্বকাপে নজরকাড়া ভারতীয় বংশোদ্ভূত কিউয়ি অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকেও (১.৮০ কোটি) নিয়ে দলে গভীরতা বাড়িয়েছে সিএসকে। ওয়েস্ট ইন্ডিজের টি-২০ দলের অধিনায়ক মারকুটে ব্যাটার রোভমান পাওয়েলের জন্য ঝাঁপিয়েছিল কেকেআর। কিন্তু রাজস্থান রয়্যালস ৭.৪০ কোটিতে তাঁকে তুলে নেয়। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের নায়ক ট্রাভিস হেডের দিকে নজর ছিল কয়েকটি ফ্র্যাঞ্চাইজির। শেষ পর্যন্ত বাকিদের পিছনে ফেলে ৬.৮০ কোটিতে হেডকে দলে নেয় হায়দরাবাদ। মিডল অর্ডারে বিগ হিটারের খোঁজে নেমে ইংল্যান্ডের হ্যারি ব্রুককে ৪ কোটিতে তুলে নেয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি।
আরও পড়ুন-সংসদ হা.নার ঘটনা বাড়িয়েছে উদ্বেগ, বাড়ছে রাজ্য বিধানসভা এবং নবান্নের নিরাপত্তা
এই প্রথমবার নিলামে অংশ নিয়ে অধিনায়ক ঋষভ পন্থ ও ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে পরিকল্পনা করে প্লেয়ার তুললেন সৌরভ। শ্রীলঙ্কার স্পিনার-অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দেড় কোটিতে তুলে নিয়েছে হায়দরাবাদ। মুম্বই ইন্ডিয়ান্সে যশপ্রীত বুমরার সঙ্গে জুটি বাঁধবেন বিশ্বকাপে ২০ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কেয়েটজি। তাঁকে ৫ কোটিতে নিয়েছে মুম্বই। সঙ্গে শ্রীলঙ্কার পেসার দিলশন মধুশঙ্কাও ৪.৬০ কোটিতে হার্দিক পান্ডিয়ার দলে।
আরও পড়ুন-আত্ম.হত্যা নাকি কনস্টেবলের খু.ন, রহস্যে মোড়া হরিদেবপুরকাণ্ড
ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি ১১.৭৫ কোটিতে দল পেলেন পেসার হর্ষল প্যাটেল। পাঞ্জাব কিংস তাঁকে দলে নিয়েছে। অলরাউন্ডার শার্দূল ঠাকুর (৪ কোটি) ফিরেছেন সিএসকে-তে। দুই পেসার শিবম মাভি (৬.৪ কোটি) ও উমেশ যাদবও (৫.৮ কোটি) ভাল দামে গিয়েছেন যথাক্রমে লখনউ সুপার জায়ান্ট এবং গুজরাট টাইটান্সে। এদিকে, গতবারের মতো এবারও নিলামে অবিক্রিত থাকলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ। পেসার জস হ্যাজলউডকেও নেয়নি কোনও ফ্র্যাঞ্চাইজি।