একটু উন্নতি, কালীপুজোর আগেই ফিরছেন অভিষেক

বেশ কয়েক ঘণ্টার জটিল অপারেশনের পর কয়েকদিন ডাক্তারদের অবজারভেশনে রাখা হয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে

Must read

নয়াদিল্লি : চোখের জটিল অস্ত্রোপচার করে কালীপুজোর আগেই আমেরিকা থেকে দেশে ফিরছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনায় তাঁর চোখ এতখানিই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে বারবার অস্ত্রোপচার করতে হয় সেই চোখে। সেই কারণেই গত ১৪ অক্টোবর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশে বিশেষ অস্ত্রোপচার হয় তাঁর। সম্প্রতি চোখের চিকিৎসায় দুবাইয়েও যান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তার পরেই চিকিৎসকদের পরামর্শে আমেরিকায় গিয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে ফের একবার চোখের অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত হয়৷

আরও পড়ুন-আসছে ঘূর্ণিঝড়, কৃষকদের সতর্ক করে জারি বিজ্ঞপ্তি

বেশ কয়েক ঘণ্টার জটিল অপারেশনের পর কয়েকদিন ডাক্তারদের অবজারভেশনে রাখা হয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। কিছুটা সুস্থ বোধ করায়, বর্তমানে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। তাই কালীপুজোর আগেই দেশে ফিরে আসছেন অভিষেক।

আরও পড়ুন-উৎসবের মাঝেই দুর্যোগের আশঙ্কা, ‘সিত্রাং’ মোকাবিলায় উচ্চ পর্যায়ের বৈঠক বিদ্যুৎমন্ত্রীর

গত ৬ বছরে এটি ছিল তাঁর সপ্তমবারের চোখের অস্ত্রোপচার। ২০১৬ সালে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এক দুর্ঘটনায় অভিষেকের বাঁদিকের চোখের নিচে গুরুতর আঘাত লাগে। এর আগে চোখে একাধিকবার অস্ত্রোপচারও হলেও সমস্যা পুরোপুরি মেটেনি৷
প্রসঙ্গত উল্লেখ্য, বিদেশের হাসপাতালে চোখের অপরাশেন করানো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বিরোধীদের একাধিক কটাক্ষ উড়ে এসেছিল। সে সময়ে অপারেশন হওয়া চোখের ছবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করে বিরোধীদের যোগ্য জবাব দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

Latest article