আসছে ঘূর্ণিঝড়, কৃষকদের সতর্ক করে জারি বিজ্ঞপ্তি

Must read

উৎসবের আকাশে দুর্যোগের ভ্রুকুটি। যে আশঙ্কা নিয়ে বহুদিন ধরে চলছে জল্পনা, সেই সামুদ্রিক ঘূর্ণিঝড় সিত্রাংয়ের জন্মের লগ্ন উপস্থিত প্রায়। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী সোমবার কালীপুজোর দিনই সে বঙ্গোপসাগরের বুকে জন্ম নেবে। তারপর বাঁক নিয়ে সে এগিয়ে আসবে উপকূলের দিকে। তার জেরে দক্ষিণবঙ্গের ৭টি জেলা প্রবল ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও জলোচ্ছ্বাসের মুখে পড়তে পারে। সেই বিপর্যয় থেকে রাজ্যবাসীকে রক্ষা করতে এখন থেকেই কোমর বাঁধছে রাজ্য সরকার। নিম্নচাপের কারণে অতিবৃষ্টির জন্য কৃষকদের (Cyclone- Farmers) প্রতি সতর্কবার্তা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)।

বিজ্ঞপ্তিতে কৃষকদের (Cyclone- Farmers) উদ্দেশে জানানো হয়েছে,

* অযথা আতঙ্কিত হবেন না।

* অতিরিক্ত বৃষ্টির কারণে ফসলের সম্ভাব্য ক্ষতি এড়ানোর লক্ষ্যে মাঠে থাকা আমন ধান, সর্ষে, ডাল শস্য ইত্যাদির ক্ষেত থেকে দ্রুত জমা জল বের করে দেওয়ার ব্যবস্থা রাখুন।

আরও পড়ুন: উৎসবের মাঝেই দুর্যোগের আশঙ্কা, ‘সিত্রাং’ মোকাবিলায় উচ্চ পর্যায়ের বৈঠক বিদ্যুৎমন্ত্রীর

* যে সমস্ত ফসল তোলা বা কাটার উপযোগী হয়েছে তা কেটে ফেলে দ্রুত খামারজাত করুন।

* প্রয়োজনে এলাকায় স্থাপিত কৃষি যন্ত্র ভাড়া কেন্দ্র (CHC) থেকে দ্রুত ধান কাটার জন্য কম্বাইন হারভেস্টার ভাড়া নিতে পারেন।

* যাঁরা এখনও সর্ষেষা/ ডালশস্য বপন করেননি তাঁরা নিম্নচাপ / ঘূর্ণিঝড় কেটে যাওয়া অবধি অপেক্ষা করুন।

* সবজি ও অন্যান্য ফলের ক্ষেত, বিশেষত পেঁপে / কলা জাতীয় ফল যেগুলো ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেগুলি যাতে সহজে ভেঙে না পড়ে সেদিকে খেয়াল রাখুন।

* সবজির মাচা, পানের বরজকে শক্ত করে বেঁধে রাখতে হবে যাতে প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা করা যায়।

* অন্যান্য সবজির ক্ষেত্রেও অতিবৃষ্টির কারণে জমা জল দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করুন এবং আবহাওয়ার উন্নতি হলে প্রয়োজনে ছত্রাকনাশক স্প্রে করুন।

Latest article