অভিমন্যুর সেঞ্চুরি, স্বস্তিতে বাংলা

দ্বিতীয়জন মাত্র পাঁচ রানের জন্য নিশ্চিত শতরান হাতছাড়া করলেন। নিট ফল, দিনের শেষে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩২৯ রান তুলেছে বাংলা।

Must read

প্রতিবেদন : চণ্ডীগড়ের বিরুদ্ধে প্রথম দিনের শেষে চালকের আসনে বাংলা। সৌজন্যে অভিমন্যু ঈশ্বরণ এবং অনুষ্টুপ মজুমদার। প্রথমজনের ব্যাট থেকে এল অধিনায়কোচিত সেঞ্চুরি। দ্বিতীয়জন মাত্র পাঁচ রানের জন্য নিশ্চিত শতরান হাতছাড়া করলেন। নিট ফল, দিনের শেষে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩২৯ রান তুলেছে বাংলা। ক্রিজে রয়েছেন মনোজ তিওয়ারি (নট আউট ৪২ রান) এবং সায়নশেখর মণ্ডল (নট আউট ৩৩ রান)।

আরও পড়ুন-প্লে-অফে বাগান

তবে টস হেরে ব্যাট করতে নামা বাংলার শুরুটা ভাল হয়নি। প্রথম ওভারেই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান সুদীপ ঘরামি। এরপর মাত্র ১২ রান করে আউট হন ঋত্বিক রায়চৌধুরী। ফলে ৪২ রানেই দু’উইকেট পড়ে গিয়েছিল। ওই পরিস্থিতি থেকে তৃতীয় উইকেটে ১৯৩ রান যোগ করে খেলার মোড় ঘুরিয়ে দেন অভিমন্যু ও অনুষ্টুপ। প্রথম আউট হন অভিমন্যু। তিনি ১৭২ বলে ১১৪ রান করেন। কিছুক্ষণ পরেই ব্যক্তিগত ৯৫ রানে আউট অনুষ্টুপও।

আরও পড়ুন-বহিষ্কার করা হল রাশিয়া-বেলারুশকে প্যারা অলিম্পিক

এর পর দ্রুত অভিষেক পোড়েল (০) ও শাহবাজ আহমেদের (৬) উইকেট হারিয়ে বসেছিল বাংলা। তবে অসমাপ্ত সপ্তম উইকেটে ৬১ রান যোগ করে দলের রান তিনশোর গণ্ডি পার করে দেন মনোজ ও সায়ন। এদিকে, সেঞ্চুরি হাঁকালেও, নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট নন অভিমন্যু। বাংলার অধিনায়কের বক্তব্য, ‘‘বড় ইনিংস খেলার সুযোগ হাতছাড়া করলাম। নইলে দল আরও ভাল জায়গায় থাকত।’’ তিনি আরও বলেন, ‘‘চাপের মুখে অনুষ্টুপ খুব গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলে দিল। মনোজ আর সায়নের জুটিটাও খুব গুরুত্বপূর্ণ।’’

Latest article