জিতল চেলসি ও লিভারপুল

বিক্রি হয়ে যেতে চলেছে চেলসি ফুটবল ক্লাব। সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রোমান আব্রামোভিচ। বুধবার রাতে এফএ কাপের ম্যাচ ছিল চেলসির।

Must read

লন্ডন : বিক্রি হয়ে যেতে চলেছে চেলসি ফুটবল ক্লাব। সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রোমান আব্রামোভিচ। বুধবার রাতে এফএ কাপের ম্যাচ ছিল চেলসির। তার মাত্র ঘণ্টাখানেক আগেই ক্লাব বিক্রির সিদ্ধান্ত ঘোষণা করে দেন চেলসির রুশ মালিক। রাশিয়ার ইউক্রেন আক্রমণের জেরেই যে আব্রামোভিচ এই সিদ্ধান্ত নিয়ে বাধ্য হলেন, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন-অভিমন্যুর সেঞ্চুরি, স্বস্তিতে বাংলা

এমন অস্বস্তিকর পরস্থিতিতে মাঠে নেমে জয় পেয়েছে চেলসি। প্রতিপক্ষ ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশনের দল লুটন টাউনকে ৩-২ গোলে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে চেলসি। ম্যাচের দু’মিনিটেই লুটনের রিস বার্কের গোলে পিছিয়ে পড়েছিল চেলসি। ২৭ মিনিটে সাউল নিগেজের গোলে সমতা ফেরালেও, ৪০ মিনিটে ফের গোল হজম করে বসেছিল চেলসি। যদিও ৬৮ মিনিটে টিমো ওয়ার্নারের গোলে ২-২ করে দেয় চেলসি। আর ৭৮ মিনিটে জয়সূচক গোলটি করেন লুকাকু। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে লিভারপুলও। বুধবার রাতে তারা নরউইচ সিটিকে ২-১ গোলে হারিয়েছে।

Latest article