Abhishek Bandhyopadhyay: ত্রিপুরায় বীর সেনাদের অভিনন্দন জানিয়ে টুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

মানুষ যেখানে একটু ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, সেখানেই বিজেপিকে উৎখাত করতে তৃণমূলকেই বেছে নিয়েছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে।

Must read

গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরাতেও (Tripura) নিশ্চিহ্ন হয়েছে কংগ্রেস। মানুষ যেখানে একটু ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, সেখানেই বিজেপিকে (BJP) উৎখাত করতে তৃণমূলকেই বেছে নিয়েছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। আমবাসা (Ambasa) পূর্বপরিষদের ১৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী।

গত বৃহস্পতিবার রক্তক্ষয়ী ভোটের দিনই ছবিটি পরিষ্কার হয়ে যায়। যখন শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে দাঁতে দাঁত চেপে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই চালিয়ে গেছে তৃণমূল, তখন খুঁজে পাওয়া যায়নি বামেদের। আর কংগ্রেসের কথা যত কম বলা যায় ততই মঙ্গল। কুঁড়ি থেকে ফুল হয়ে ফোটার আগেই সেদিন তৃণমূল বুঝিয়ে দিয়েছিল ত্রিপুরার মাটিতে ঘাসফুল চাষের জন্য তৈরি জমি।

আরও পড়ুন-Tripura Election: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিল ত্রিপুরা, ত্রিপুরায় প্রধান বিরোধী তৃণমূল কংগ্রেস

এদিন ভোটের ফলাফলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে টুইট করেছেন, ‘পৌরসভা নির্বাচনে সফলভাবে প্রতিদ্বন্দ্বিতা করা এবং ২০%-এর বেশি ভোট শেয়ার নিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হওয়া নগণ্য উপস্থিতি দিয়ে শুরু করা একটি দলের জন্য এটি ব্যতিক্রমী।’

তিনি আরও লেখেন, ‘আমরা সবে ৩ মাস আগে আমাদের কার্যক্রম শুরু করা সত্ত্বেও ফল এটা এবং
বিজেপি ত্রিপুরা গণতন্ত্রের শ্বাসরোধ করতে কোন কসরত বাকি রাখেনি। সকল বীর সেনাদের অভিনন্দন তাদের দৃষ্টান্তমূলক সাহসের জন্য।’

ত্রিপুরায় সাফল্যের পর তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে জানানো হয়েছে, “এটা সবে শুরু! আমাদের আশীর্বাদ করার জন্য আমরা ত্রিপুরার জনগণ এবং মা ত্রিপুরেশ্বরীকে ধন্যবাদ জানাই। কারচুপি, হুমকি, হিংসা সত্ত্বেও আমরা ত্রিপুরায় শক্তিশালী বিরোধী দল হিসেবে দাঁড়িয়েছি। আপনার নির্মম নৈরাজ্য শীঘ্রই শেষ হবে বিপ্লব দেব। দেখতে থাকো।” পাশাপাশি ত্রিপুরায় এই সাফল্যের পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, “ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নিঃশব্দ বিপ্লব’ কাজ করছে। দু মাসের সংগঠন তৃণমূলের। ওদের হামলা, মামলা,144 ধারা, ছাপ্পা। তাতেও দুমাসেই আমরা +/- ২০% ভোট। সব তথ্য আসছে। অবাধ ভোট হলে বিজেপি থাকত না। আমরা উৎসাহিত। মানুষ সাড়া দিচ্ছেন। ধন্যবাদ। পরের কাজ শুরু। ২০২৩ আমাদের।”

আরও পড়ুন-Tripura Election: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিল ত্রিপুরা, ত্রিপুরায় প্রধান বিরোধী তৃণমূল কংগ্রেস

টুইট করেছেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। টুইটে সায়নী লেখেন, “অরাজনৈতিক ও অমানবিক ভাবে বিজেপি প্রথম, রাজনৈতিক ও মানবিক ভাবে তৃণমূল। প্রদীপ নিভে যাবার আগে, শেষবারের মতো একবার দপ করে জ্বলে ওঠে। শুধু মাথায় রাখবেন, দলটার নাম তৃণমূল, নেত্রীর নাম মমতা। বিধানসভায় ⚽️ হবে।”

Latest article