রবিবার পৈলানের মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নাম না করে বামেদের ইনসাফ যাত্রা ও কংগ্রেসের ন্যায়যাত্রাকেও কটাক্ষ করেন তৃণমূল সাংসদ। বলেন, “আজ যেটা করলাম সেটা ন্যায়, ইনসাফ, সবকা সাথ, সবকা বিকাশ”
আরও পড়ুন-অমিত মালব্যর বিরুদ্ধে থানায় অভিযোগ চন্দ্রিমা ভট্টাচার্যের
এদিন পৈলানের মঞ্চ থেকে ডায়মন্ড হারবারে নিজের উদ্যোগে বার্ধক্য ভাতা দেওয়া শুরু করেন অভিষেক। সেখানেই তিনি বলেন, ইচ্ছে থাকলেই কাজ করা যায়। বিজেপি শুধু মুখে ফাঁকা আওয়াজ দেয়- সব কা সাথ, সব কা বিকাশ। কিন্তু কোনও কাজ করে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৮হাজার কোটি দিয়ে বিমান কিনেছেন। অথচ দেশে ৮ কোটি মানুষের বয়স ষাট বছরের বেশি। তাঁদের যদি এক হাজার টাকা করে দেওয়া হত। তাহলে তাঁদের উপকারে লাগত। কোভিডের ছুতোয় ২ বছর সাংসদদের তহবিলের টাকা বন্ধ রেখেছিল কেন্দ্র। আর সেই টাকায় সেন্ট্রাল ভিস্তা, ৮হাজার কোটির বিমান কিনছে। বিকাশ শুধু ওদের হচ্ছে। দেশের সাধারণ মানুষের উন্নয়ন হচ্ছে না।
আরও পড়ুন-যেমন কথা তেমন কাজ, ৭৬১২০ প্রবীণের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯ তারিখের মধ্যে ভাতা
তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, বিজেপি বলে ভোট দাও তবে কাজ করব। বাংলায় হেরে গিয়ে ১০০দিনের টাকা আটকে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার সারা দেশে আর কোনও রাজ্যের সঙ্গে এটা হয়নি। অভিষেক বলেন, বিজেপিকে উৎখাতে লড়াই চলবে।
আরও পড়ুন-নজিরবিহীন ঘটনা, সজ্ঞানে ৫ বছরের মেয়ের মাথা কেটে টিউমার বের করলেন চিকিৎসকেরা
এদিন অভিষেকের পৈলানের অনুষ্ঠানের আগেই ছিল বামেদের ‘ইনসাফ সমাবেশ’। আবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুরু করছেন ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। মঞ্চ থেকে নাম না করে দুই দলকেই ঠোকেন অভিষেক। বলেন, “কেউ বলছে ইনসাফ করো। কেউ বলছে ন্যায় করো। আজ যেটা করলাম সেটা ন্যায়, ইনসাফ, সবকা সাথ, সবকা বিকাশ”। অর্থাৎ কথা নয় তৃণমূল কাজ করে দেখায়। মানুষের উন্নয়নই প্রকৃত ন্যায়, ইনসাফ, বিকাশ।