অভিষেক-টনিকে টগবগে বীরভূম

Must read

সংবাদদাতা, বীরভূম : জেলার সমস্ত সংগঠনের সভাপতি ও বিধায়ককে নিয়ে বৈঠকে সংগঠনের হালহকিকত যেমন জেনেছেন, তেমনই টনিক দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Birbhum- Abhishek Banerjee)। জেলায় ফিরে একজোট হয়ে পঞ্চায়েতের কাজে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ার কথা বললেন মহিলা সভানেত্রী সাহারা মণ্ডল। জানালেন, ‘দাদাকে জেলায় আসার জন্য অনুরোধ করেছি। তিনি আসবেন বলেছেন। তবে কবে আসবেন এখনও ঠিক হয়নি।’
অনুব্রতর অনুপস্থিতিতে সংগঠনের ফাঁকফোকর বোজাতে তৎপর দল। জেলাকে (Birbhum- Abhishek Banerjee) লোকসভাভিত্তিক দুভাগ করার ব্যাপারে আলোচনা প্রাথমিক পর্যায়ে। সেক্ষেত্রে অভিজিৎ সিংহ ও সাংসদ শতাব্দী রায় দায়িত্ব পেতে পারেন। এ ছাড়াও বেশ কিছু ব্লক সভাপতি বদল হতে পারে। যার মধ্যে রয়েছে নলহাটি দুই, মুরারই দুই, ময়ূরেশ্বর এক এবং দুবরাজপুর। ব্লক সভাপতিদের তরফে পঞ্চায়েত প্রতিনিধিদের দেওয়া রিপোর্ট মুখবন্ধ খামে শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছেছে। দুই-একদিনের মধ্যে তার ভিত্তিতে দলীয় সিদ্ধান্ত জেলায় জানানো হবে।

আরও পড়ুন-মিঠুনের মিথ্যাচারের জবাব দিলেন মানস আর দেবাংশু

Latest article