‘জয় বাংলা’ ধ্বনিতে মুখর মেজিয়ার সভা

Must read

সংবাদদাতা, মেজিয়া : বিজেপির অপপ্রচার ও মিথ্যাচার থেকে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে, বাঁকুড়া মেজিয়াতে এক বিশাল জনসভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu- Jay Bangla), মন্ত্রী জোৎস্না মাণ্ডি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee), অরূপ চক্রবর্তী, সমীর চক্রবর্তী, জয়প্রকাশ মজুমদার, দিব্যেন্দু সিংহ মহাপাত্র-সহ একঝাঁক তৃণমূল নেতা ও হাজার হাজার সমর্থক। নিজের ভাষণে ব্রাত্য (Bratya Basu- Jay Bangla) বলেন, ‘একজন এই এলাকায় এসে সভা করে গিয়েছেন, যাঁকে এখন আর সিনেমায় দেখা যায় না। যদি বাংলা সিনেমা করতেন, তাহলে বলাই যেত সেই সিনেমা চলবে না। সেই লোক এখন বাঁকুড়া পুরুলিয়া ঘুরে ঘুরে, বৃদ্ধ সিংহের মতো। সিংহের মতো বলব না, অন্য কিছু বলতে চাই কিন্তু বলতে পারছি না। এলাকায় ঘুরে ঘুরে ডিস্কো কমেন্ট করে বেড়াচ্ছেন। উনি বিধানসভা নির্বাচনে এসেছিলেন আমার কেন্দ্রে। আমি জিতে গিয়েছি। আমার পাশের বিধানসভায় গিয়েছিলেন। সেও জিতে গিয়েছে। অতএব উনি সারা বাংলা জুড়ে ঘুরুন, তাহলে সমস্ত পঞ্চায়েতেই আমরা জয়লাভ করব। সায়ন্তিকা উপস্থিত শ্রোতাদের ‘জয় বাংলা’ ধ্বনি দিতে বললে, গোটা মাঠ গর্জে ওঠে। সায়ন্তিকা তীব্র সমালোচনা করেন কেন্দ্র সরকারের।

আরও পড়ুন-মিঠুনের মিথ্যাচারের জবাব দিলেন মানস আর দেবাংশু

Latest article