‘কেন্দ্র অর্থ না দিলে, আমরা দেব’ সমস্যায় জর্জরিত মানুষকে বার্তা অভিষেকের

কোচবিহারে (Coochbehar) জনসংযোগ স্থাপনের আজ প্রথম দিন। সকাল থেকেই সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

কোচবিহারে (Coochbehar) জনসংযোগ স্থাপনের আজ প্রথম দিন। সকাল থেকেই সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন মাধাইখাল কালী মন্দিরে যান অভিষেক। সেখানে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। সমস্যা শুনে অভিষেক বলেন, ‘কেন্দ্র ৬০% টাকা দেয়। যদি সেই টাকা না দেয়, তাহলে কি করে চলবে। তবে চিন্তা করবেন না, রাজ্য নিজের অর্থেই কাজ করে দেবে।’

আরও পড়ুন-‘মোদীর ৫৬ ইঞ্চির ছাতি ও বালাকোটের নামে আর ভোট নয়’ কেন্দ্রের বঞ্চনাকে নিশানা অভিষেকের

এদিন রাস্তা, পুকুর নিয়ে গ্রামবাসীরা অনেক অভিযোগ জানান। অভিষেক বলেন, ‘কেন্দ্র অর্থ দিচ্ছে না। আমরা বারবার ধরে বলছি। কেন্দ্র অর্থ না দিলে, আমরা দেব। রাজ্যের তরফে কাজ করা হবে।’

আরও পড়ুন-‘সব জায়গায় আমি যাব, মানুষের পঞ্চায়েত গড়ে ছাড়ব’ গোপন ব্যালট দেখিয়ে সাধারণ মানুষকে ভরসা দিলেন অভিষেক

এদিন সাহেবগঞ্জ এর মঞ্চ থেকে কেন্দ্রকে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‌উত্তরবঙ্গের মানুষকে ভুল বুঝিয়ে ভোট নেওয়া হয়েছে। ধর্ম আর পৃথক রাজ্যের সুড়সুড়ি দিয়ে ভোট নেওয়া হয়েছে। মোদীর ৫৬ ইঞ্চির ছাতি ও বালাকোটের নামে আর ভোট নয়। আগামী দিনে পঞ্চায়েতের কথা ভেবে ভোট দেবেন। ভোট দিতে হবে নিজের অধিকার বুঝে নিতে। আগামী পাঁচ বছর পঞ্চায়েতের কথা মাথায় রেখেই এই কর্মসূচি। আমরা চাই শান্তিপূর্ণ, অবাধ, গণতান্ত্রিক নির্বাচন। রাস্তা, আলো, জল থেকে মাথার ছাদ যাতে আপনারা পান সেদিকে লক্ষ্য রেখে ভোট দেবেন।’‌

Latest article