‘মোদীর ৫৬ ইঞ্চির ছাতি ও বালাকোটের নামে আর ভোট নয়’ কেন্দ্রের বঞ্চনাকে নিশানা অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) একশো দিনের কাজ এবং আবাস যোজনার টাকা নিয়ে আওয়াজ তুলতে আহ্বান করলেন সাধারণ মানুষকে

Must read

সাহেবগঞ্জের (Sahebgunj) মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) একশো দিনের কাজ এবং আবাস যোজনার টাকা নিয়ে আওয়াজ তুলতে আহ্বান করলেন সাধারণ মানুষকে। বলা যায় পঞ্চায়েত নির্বাচনের দামামা আজ একপ্রকার বাজিয়ে দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ।

আরও পড়ুন-‘সব জায়গায় আমি যাব, মানুষের পঞ্চায়েত গড়ে ছাড়ব’ গোপন ব্যালট দেখিয়ে সাধারণ মানুষকে ভরসা দিলেন অভিষেক

কেন্দ্রের বঞ্চনাকে নিশানা করে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌উত্তরবঙ্গের মানুষকে ভুল বুঝিয়ে ভোট নেওয়া হয়েছে। ধর্ম আর পৃথক রাজ্যের সুড়সুড়ি দিয়ে ভোট নেওয়া হয়েছে। মোদীর ৫৬ ইঞ্চির ছাতি ও বালাকোটের নামে আর ভোট নয়। আগামী দিনে পঞ্চায়েতের কথা ভেবে ভোট দেবেন। ভোট দিতে হবে নিজের অধিকার বুঝে নিতে। আগামী পাঁচ বছর পঞ্চায়েতের কথা মাথায় রেখেই এই কর্মসূচি। আমরা চাই শান্তিপূর্ণ, অবাধ, গণতান্ত্রিক নির্বাচন। রাস্তা, আলো, জল থেকে মাথার ছাদ যাতে আপনারা পান সেদিকে লক্ষ্য রেখে ভোট দেবেন।’‌

আরও পড়ুন-‘আপনি যাকে প্রার্থী হিসেবে মান্যতা দেবেন, দলের সর্বশক্তি প্রয়োগ করে আমরা তাঁকে জিতিয়ে আনব’ বার্তা অভিষেকের

এদিন তিনি বলেন, ‘‌সাহেবগঞ্জের মানুষ সাহেবগঞ্জের প্রার্থী ঠিক করবে, বামনহাটের মানুষ বামনহাটের প্রার্থী ঠিক করবে। তৃণমূলে নব জোয়ার মানে উন্নয়নের জোয়ার। গোপন ব্যালটে ভোট দিতে না পারলে ফোন করবেন নির্ভয়ে নির্দ্বিধায় জানাবেন। এই ৭৭৮৮৮৭৭৭৭ নম্বরে পছন্দের প্রার্থীর নাম জানান। ১০০ দিনের টাকা যাতে দিল্লি থেকে ছিনিয়ে আনা যায় সেই জন্য পঞ্চায়েত ভোট দিতে হবে। নিজের স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা বাসস্থানের দাবিতে পঞ্চায়েতে ভোট দিন। তৃণমূল কংগ্রেস মানুষের পঞ্চায়েত গড়’

Latest article