জুন নয়, তবে কবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ?

এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ মার্চ। শেষ হয়েছে ২৭ মার্চ। সবমিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাড়ে আট লক্ষ

Must read

জুন মাসের (June) প্রথম সপ্তাহ ফলপ্রকাশের কথা থাকলেও মে মাসেই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক (Higher secondary) পরীক্ষার ফল। জানা যাচ্ছে মে মাসের শেষ সপ্তাহেই ফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্যেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সবরকম পরিকল্পনা করছে।

আরও পড়ুন-‘কেন্দ্র অর্থ না দিলে, আমরা দেব’ সমস্যায় জর্জরিত মানুষকে বার্তা অভিষেকের

এর মধ্যেই ৮০ শতাংশেরও বেশি উত্তরপত্রের নম্বর সংসদে জমা পড়ে গিয়েছে। চূড়ান্ত ফলাফল এবং মার্কশিট তৈরি করতে বেশি সময় লাগবে না বলেই মনে করা হচ্ছে। অন্যান্য বারের তুলনায় অনেক আগে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে। উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীরা যাতে পরবর্তী সিদ্ধান্ত আগেই নিতে পারে তার জন্য দ্রুত ফল প্রকাশের ব্যবস্থা করা হয়েছে। মে মাসের শেষ সপ্তাহে যাতে ফল প্রকাশ করা যায়, সংসদের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন সভাপতি।

আরও পড়ুন-‘মোদীর ৫৬ ইঞ্চির ছাতি ও বালাকোটের নামে আর ভোট নয়’ কেন্দ্রের বঞ্চনাকে নিশানা অভিষেকের

প্রসঙ্গত এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ মার্চ। শেষ হয়েছে ২৭ মার্চ। সবমিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাড়ে আট লক্ষ।

Latest article