চলতে ফিরতে বিজ্ঞান

Must read

পেট্রোলের আগুন জল দিয়ে নেভানো যায় না কেন?
পেট্রোলের চেয়ে জল ভারী তাই জল তলায় চলে যায় ও পেট্রল ওপরে ভেসে ওঠে এবং জ্বলতে থাকে। এ-ছাড়াও জ্বলন্ত পেট্রোলের তাপমাত্রা এত বেশি হয় যে আগুন নেভানোর আগেই জল বাষ্পীভূত হয়ে যায়। দ্বিতীয় কারণটি সঠিক হবে, যখন অল্প জল ঢালা হয়।

জাহাজ ভাসে কিন্তু একটি ছোট লোহার বল জলে ডুবে যায় কেন?
লোহার বল দ্বারা অপসারিত জলের ওজন বলের ওজনের তুলনায় কম হয়। অন্যদিকে জাহাজের নিমজ্জিত অংশ দ্বারা অপসারিত জলের ওজন নিমজ্জিত অংশের ওজনের সঙ্গে সমান হওয়ায় তা ভেসে থাকতে পারে (আর্কিমিডিসের সূত্র)।

আরও পড়ুন: ডাক্তার, সমাজ সংস্কারক নারী মুথুলক্ষ্মী রেড্ডি

জলের ওপর একটুকরো শোষক কাগজ রেখে তার ওপর সুঁচ রাখলে একটু পরে কাগজ ডুবে যাবে কিন্তু সুঁচটি ভাসবে। তবে সাবানজলে সুঁচটি ডুবে যাবে কেন?
সাবান জলের তুলনায় পরিষ্কার জলের পৃষ্ঠটান বেশি, সেই কারণে সুঁচটিকে জল তুলে ধরে রাখতে পারে। সাবান যোগ করা হলে জলের পৃষ্ঠটান কমে যাবে। ফলে সুঁচটিও ডুবে যাবে।

মশা প্রতিরোধ করতে পুকুরের জমা জলে কেন তেল ছেটানো হয়?
জমা জলে মশা বংশবিস্তার করে। পৃষ্ঠটানের জন্য মশার লার্ভাগুলি জলের উপরিতলে ভাসে। তেল দেওয়া হলে পৃষ্ঠটান কমে যায়, তার ফলে লার্ভাগুলি জলে ডুবে মরে যায়।

Latest article