তথ্যপ্রযুক্তি মন্ত্রকের হিসেব

তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ধারা ৬৯ এ-এর অধীনে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়কে বিশেষ পরিস্থিতিতে এধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়েছে।

Must read

নয়াদিল্লি : ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারত সরকার ৯৪২৩টি ইন্টারনেট অ্যাকাউন্ট ও ওয়েবসাইট ব্লক করে দিয়েছে। বুধবার লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। মন্ত্রী বলেছেন, ভারত সরকার একটি উন্মুক্ত, নিরাপদ, বিশ্বস্ত এবং জবাবদিহিমূলক ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ধারা ৬৯ এ-এর অধীনে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়কে বিশেষ পরিস্থিতিতে এধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়েছে।

আরও পড়ুন-প্রশ্নে জাতীয় সড়ক

যখন কোনও তথ্য দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, প্রতিরক্ষা, রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা অভ্যন্তরীণ আইনশৃঙ্খলাকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা থাকে তখন সেই নির্দিষ্ট পরিস্থিতিতে সাইট ব্লক করার নির্দেশ জারির ক্ষমতা আছে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের। তথ্যপ্রযুক্তি বিধি, ২০০৯ নির্দেশিত যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্লক করার নির্দেশ জারি করা হয়। তথ্যপ্রযুক্তি আইনের ধারা ৬৯ এ-এর অধীনে ২০১৪ সালে ৪৭১, ২০১৫ সালে ৫০০, ২০১৬ সালে ৬৩৩, ২০১৭ সালে ১৩৮৫, ২০১৮ সালে ২৭৯৯ এবং ২০১৯ সালে ৩৬৩৫টি ইন্টারনেট অ্যাক্যাউন্ট বা ওয়েবসাইট ব্লক করা হয়েছে।

Latest article