তিন বছর পর শীতাতপ নিয়ন্ত্রিত বাস রাজ্যে

শুক্রবার কোচবিহারে পরিবহণ ভবনে সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়৷

Must read

অনুপম সাহা, কোচবিহার: প্রায় ৩ বছর বন্ধ থাকার পর ফের শীতাতপ নিয়ন্ত্রিত বাস চালানোর ভাবনা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার। শিলিগুড়ি, রায়গঞ্জ কোচবিহার ডিপো থেকে কলকাতার পথে চলবে এই বাসগুলি। আপাতত ৩টি এসি বাস চলবে শিলিগুড়ি-কলকাতা, কোচবিহার-শিলিগুড়ি ও কোচবিহার-রায়গঞ্জ রুটে।

আরও পড়ুন-‘স্কচ’ পুরস্কার পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, টুইট মুখ্যমন্ত্রীর

শুক্রবার কোচবিহারে পরিবহণ ভবনে সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়৷ এদিন সাংবাদিক বৈঠকে পার্থপ্রতিম রায় জানান, ‘‘একটা সময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ১৪টা শীতাতপ নিয়ন্ত্রিত বাস রাস্তায় চলত। বিভিন্ন কারণে সেই পরিষেবা বন্ধ হয়ে ছিল। প্রায় ৩ বছর বন্ধ থাকার পর সেই পরিস্থিতি কাটিয়ে পুনরায় আমরা এসি বাস পরিষেবা চালুর উদ্যোগ গ্রহণ করেছি। প্রাথমিকভাবে, শিলিগুড়ি-কলকাতা, কোচবিহার-শিলিগুড়ি ও কোচবিহার-রায়গঞ্জ এই ৩টি রুটে আমরা এই বাস খুব শীঘ্রই চালু করতে চলেছি। চাহিদা অনুযায়ী ধাপে ধাপে এসি বাসের সংখ্যা বাড়ানো হবে।”

Latest article