‘স্কচ’ পুরস্কার পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, টুইট মুখ্যমন্ত্রীর

২০২১ সালে তৃতীয় বার ক্ষমতায় এসে তৃণমূল সরকার ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মেনে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পটি চালু করেছিল।

Must read

কালীপুজোর শেষেই রাজ্যের জন্য সুখবর। রাজ্যের মুকুটে যোগ হল নতুন পালক। করোনা অতিমারির সময়ে রাজ্যের রোজগারহীন মহিলাদের হাতে নগদ অর্থ দেওয়ার প্রকল্প এবার পুরস্কৃত হল। নারী ও শিশুকল্যাণ বিভাগে ‘স্কচ’ পুরস্কার পেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প। শুক্রবার রাতে নিজের টুইটারে সেই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই।

আরও পড়ুন-দুয়ারে সরকারে আরও দুই নজিরবিহীন সুবিধা রাজ্যের

২০২১ সালে তৃতীয় বার ক্ষমতায় এসে তৃণমূল সরকার ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মেনে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পটি চালু করেছিল। যে সকল মহিলাদের নিজের রোজগার নেই, অথবা অক্লান্ত পরিশ্রমের পর খুব সামান্য কিছু রোজগার হয়, এই প্রকল্পের মাধ্যমে তাঁদের হাতে পাঁচশো টাকা তুলে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত এই প্রকল্প পুরস্কৃত হওয়ার পর মুখ্যমন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘‘নারী ও শিশুকল্যাণ বিভাগে স্কচ পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সমাজকল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। আমি গর্বিত। নারীদের ক্ষমতায়নকে আমরা বরাবরই অগ্রাধিকার দিয়েছি। এই পুরস্কার শুধু সরকারেরই স্বীকৃতি নয়, পশ্চিমবঙ্গের ১.৮ কোটি মহিলারও স্বীকৃতি।’’

আরও পড়ুন-ত্রিপুরায় ৭ দিনে তিনটি গণধর্ষণ, কাঠগড়ায় মন্ত্রীপুত্র

উল্লেখ্য, দেশের অন্যতম থিঙ্কট্যাঙ্ক সংস্থা ‘স্কচ গ্রুপ’ প্রতি বছর শিল্প, অর্থনৈতিক, বাণিজ্য, প্রযুক্তি এবং সামাজিক ক্ষেত্রে উৎকর্ষের জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাকে পুরস্কৃত করে । পশ্চিমবঙ্গ সরকারকে র আগেও বেশ কিছু কর্মসূচির জন্য স্বীকৃতি দিয়েছে তারা। এই বছরেই রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘স্কচ’ পুরস্কার পেয়েছে। ‘স্কচ গোল্ডেন অ্যাওয়ার্ডস’ পেয়েছে রাজ্যের পর্যটন দফতরও ।

 

Latest article