পাকিস্তানের বিরুদ্ধে না খেলার শাস্তি! অস্ট্রেলিয়ান ওপেনের ছাড়পত্র পেলেন না নাগাল

Must read

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর : ওয়াইল্ড কার্ড নিয়ে খেলার সুযোগ ছিল। কিন্তু দেশের এক নম্বর টেনিস খেলোয়াড় সুমিত নাগালকে অস্ট্রেলিয়ান ওপেন খেলার ছাড়পত্র দিল না সর্বভারতীয় টেনিস সংস্থা! যা নিয়ে ক্ষুব্ধ নাগালের (Sumit Nagal) প্রতিক্রিয়া, ‘‘পাকিস্তানে গিয়ে ডেভিস কাপের ম্যাচ খেলতে চাইনি বলেই আমাকে অনুমতি দেওয়া হল না।’’
২০২১ সালে ওয়াইল্ড কার্ড নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন খেলেছিলেন নাগাল (Sumit Nagal)। এবারও ক্রমতালিকার বিচারে সেই সুযোগ ছিল ভারতের এক নম্বর সিঙ্গলস খেলোয়াড়ের সামনে। কিন্তু তাঁকে ছাড়পত্র দিল না ফেডারেশন। নাগালের বক্তব্য, ‘‘সর্বভারতীয় টেনিস সংস্থার পক্ষ থেকে ফোনে আমাকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। সত্যি কথা বলতে কী, আমি অবাক হয়েছি। মনে হচ্ছে, আমি পাকিস্তানে যেতে চাইনি বলেই এই ঘটনা ঘটল। আশা করি, ভবিষ্যতে এই পরিস্থিতির উন্নতি হবে। নইলে ভারতীয় টেনিস দ্রুত শেষ হয়ে যাবে।’’
প্রসঙ্গত, আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে ইসলামাবাদে ডেভিড কাপ টাই খেলবে ভারত। কিন্তু নিরাপত্তার কারণে ওই ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন নাগাল। তাঁর এই সিদ্ধান্তে অখুশি ছিল সর্বভারতীয় টেনিস সংস্থা। সেই সময় সংস্থার সচিব অনিল ধুপল বলেছিলেন, ‘‘দেশের হয়ে না খেলার সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। এর পরিপ্রেক্ষিতে সংস্থা অবশ্যই কঠোর পদক্ষেপ নেবে।’’ তারই ফলশ্রুতি নাগালের ছাড়পত্র না পাওয়া।

আরও পড়ুন- মাত্র ৪ মাসে কর্মসাথী প্রকল্পে নথিভুক্ত ২০ লক্ষের বেশি পরিযায়ী শ্রমিকের নাম

Latest article