আজাজের ‘পারফেক্ট টেন’, মায়াঙ্কের ১৫০, অশ্বিনের ৪ উইকেট

৬২ হার নিশ্চিত নিউজিল্যান্ডের

Must read

মুম্বই: পণ্ডিতেরা বলেন ক্রিকেট ভারি অদ্ভুত খেলা। দু’হাত ভরে দেয়, আবার সব নিঃস্ব করে কেড়ে নেয়। বাণিজ্যনগরীতে এরকমই এক ঘটনা ঘটল শনিবার!

৩৬ বছর আগে স্যার রিচার্ড হেডলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ‘পারফেক্ট টেন’ করতে গিয়েও আটকে যান ৫২ রানে ৯ উইকেট নিয়ে! হেডলি যা পারেননি, শনিবার নিজের জন্মশহরে সেটাই করলেন আজাজ প্যাটেল। আট বছর বয়সে বাবা-মার সঙ্গে নিউজিল্যান্ডে পাড়ি দিয়েছিলেন এই বাঁ হাতি। এখনও অনেক আত্মীয়-স্বজন থাকেন মুম্বইয়ে। যাঁদের অনেকেই এদিন মাঠে এসেছিলেন আজাজের খেলা দেখতে। তাঁদের সবার সামনে ঘরের ছেলের এই ‘পারফেক্ট টেন’। জিম লেকার ও অনিল কুম্বলের পর আজাজ এখন তৃতীয় ক্রিকেটার, যিনি টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নিলেন।

কিন্তু এমন এক অসামান্য কীর্তি ভাল করে উপভোগ করার আগেই আজাজের সব হারিয়ে গেল! ড্রেসিংরুমে বসে তিনি দেখলেন কিউয়ি ব্যাটিংয়ের নিঃশব্দ হারাকিরি। বল এখনও ওয়াংখেড়েতে তেমন কিছু ঘুরছে না। স্কোয়ার টার্নের প্রশ্নই নেই। এহেন আবহে ভারতের মাটিতে বিদেশি দল হিসাবে সবথেকে কম রানে ইনিংস শেষ করার নজির গড়ল নিউজিলান্ড। যারা আবার প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল। স্রেফ ২৮.১ ওভারে ৬২ অল আউট। এর আগে এই ভারতেই একবার ৯৪ রানে ইনিংস শেষ করেছিল কিউয়িরা। ভারত প্রথম ইনিংস ৩২৫ রানে শেষ করায় লিড ছিল ২৬৩ রানের। দ্বিতীয় ইনিংসে ৬৯-০ তুলে ফেলার পর এই লিড দাঁড়িয়েছে ৩৩২ রানের।

আরও পড়ুন-Mamata Banerjee: কলকাতা পুরভোটে দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়

কিউয়ি ইনিংসে প্রথম ধাক্কা দিয়েছিলেন মহম্মদ সিরাজ। পরপর তুলে নেন উইল ইয়ং (৪), টম লাথাম (১০) ও রস টেলরকে(১)। পাঁচ ওভারে ১৭ রানে তিন উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তখন প্রবল চাপে। এই চাপ রেখেই বাকি কাজটা করে গেলেন তিন স্পিনার অশ্বিন, অক্ষর ও জয়ন্ত যাদব। নিউজিল্যান্ডের ইনিংসে লাথাম ও জেমিসন ছাড়া আর কেউ দুই অঙ্কে পা রাখতে পারেননি। অশ্বিন ৮ ওভারে ৮ রান দিয়ে চার উইকেট নিয়েছেন। অক্ষর ও জয়ন্ত নেন যথাক্রমে দুই ও একটি উইকেট।

মায়াঙ্ক আগরওয়াল প্রথম ইনিংসে ১৫০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করছেন ৩৮ রানে। শুভমান গিলের বদলে এই ইনিংসে তাঁর সঙ্গী চেতেশ্বর পুজারা। তিনি অপরাজিত ২৯ রানে। দক্ষিণ আফ্রিকা সফরের আগে পুজারাদের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ দিতে ফলো-অন না করে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। যাঁর নিজের ব্যাটেও রান নেই। আর দ্বিতীয় টেস্টের যা অবস্থা তাতে এটুকু বিলাসিতা বিরাট দেখাতেই পারেন।

ভারতের জয় এখন সময়ের অপেক্ষা।
স্কোর বোর্ড l দ্বিতীয় দিন

ভারত (প্রথম ইনিংস): (গতদিনের ৪ উইকেটে ২২১ রানের পর) মায়াঙ্ক আগরওয়াল ক ব্লান্ডেল ব আজাজ ১৫০, ঋদ্ধিমান সাহা এলবিডব্লিউ ব আজাজ ২৭, রবিচন্দ্রন অশ্বিন বোল্ড আজাজ ০, অক্ষর প্যাটেল এলবিডব্লিউ ব আজাজ ৫২, জয়ন্ত যাদব ক রবীন্দ্র ব আজাজ ১২, উমেশ যাদব নট আউট ০, মহম্মদ সিরাজ ক রবীন্দ্র ব আজাজ ৪। অতিরিক্ত: ১৮। মোট (১০৯.৫ ওভারে অলআউট): ৩২৫ রান। উইকেট পতন: ৫-২২৪, ৬-২২৪, ৭-২৯১, ৮-৩১৬, ৯-৩২১, ১০-৩২৫। বোলিং: টিম সাউদি ২২-৬-৪৩-০, কাইল জেমিসন ১২-৩-৩৬-০, আজাজ প্যাটেল ৪৭.৫-১২-১১৯-১০, উইলিয়াম সমারভিল ১৯-০-৮০-০, রচিন রবীন্দ্র ৪-০-২০-০, ড্যারেল মিচেল ৫-৩-৯-০। নিউজিল্যান্ড (দ্বিতীয় ইনিংস): টম ল্যাথাম ক শ্রেয়স ব সিরাজ ১০, উইল ইয়ং ক বিরাট ব সিরাজ ৪, ড্যারেল মিচেল এলবিডব্লিউ ব অক্ষর ৮, রস টেলর বোল্ড সিরাজ ১, হেনরি নিকোলস বোল্ড অশ্বিন ৭, টম ব্লান্ডেল ক পূজারা ব অশ্বিন ৮, রচিন রবীন্দ্র ক বিরাট ব জয়ন্ত ৪, কাইল জেমিসন ক শ্রেয়স ব অক্ষর ১৭, টিম সাউদি ক সূর্যকুমার (অতিরিক্ত) ব অশ্বিন ০, উইলিয়াম সমালভিল ক সিরাজ ব অশ্বিন ০, আজাজ প্যাটেল নট আউট ০। অতিরিক্ত: ৩। মোট (২৮.১ ওভারে অলআউট): ৬২ রান। উইকেট পতন: ১-১০, ২-১৫, ৩-১৭, ৪-২৭, ৫-৩১, ৬-৩৮, ৭-৫৩, ৮-৫৩, ৯-৬২, ১০-৬২। বোলিং: উমেশ যাদব ৫-২-৭-০, মহম্মদ সিরাজ ৪-০-১৯-৩, অক্ষর প্যাটেল ৯.১-৩-১৪-২, রবিচন্দ্রন অশ্বিন ৮-২-৮-৪, জয়ন্ত যাদব ২-০-১৩-১। ভারত (দ্বিতীয় ইনিংস): মায়াঙ্ক আগরওয়াল ব্যাটিং ৩৮, চেতেশ্বর পূজারা ব্যাটিং ২৯। অতিরিক্ত: ২। মোট (২১ ওভারে বিনা উইকেটে): ৬৯ রান। বোলিং: টিম সাউদি ৫-০-১৪-০, আজাজ প্যাটেল ৯-১-৩৫-০, কাইল জেমিসন ৪-২-৫-০, উইলিয়াম সমারভিল ২-০-৯-০, রচিন রবীন্দ্র ১-০-৪-০।

Latest article