সবকিছু যেন অবিশ্বাস্য লাগছে আমার: Ajaz Patel

লেকার ও কুম্বলের সঙ্গে একাসনে

Must read

মুম্বই : জন্মভূমিতেই ইতিহাস গড়লেন আজাজ প্যাটেল (Ajaz Patel)। ইনিংসে ১০ উইকেট নিলেন নিউজিল্যান্ডের (New Zealand) ভারতীয় বংশোদ্ভূত এই বাঁ-হাতি স্পিনার। প্রথম কিউয়ি বোলার এবং বিদেশের মাটিতে আজাজই (Ajaz Patel) একমাত্র বোলার, যিনি এই কৃতিত্ব অর্জন করলেন।

নিজের কীর্তিকেই যেন বিশ্বাস করতে পারছেন না আজাজ। কিউয়ি স্পিনার বললেন, ‘‘সত্যি কথা বলতে কী, পুরো ব্যাপারটা অবাস্তব মনে হচ্ছে। আমি এখনও বিশ্বাসই করতে পারছি না। কখনও ভাবিনি, এমন একটা রেকর্ড গড়ব। আমি ভাগ্যবান। আমি এখানে জন্মেছি, এখানে ফিরে এসে এরকম একটা কাজ। অবিশ্বাস্য মনে হচ্ছে। কুম্বলে স্যারের মতো বিখ্যাত একজনের পাশে বসতে পেরে গর্বিত।’’ এর পর আজাজ আরও বললেন, ‘‘আমার কাছে এটা বিশেষ দিন, বিশেষ উপলক্ষ। শুধু আমি কেন, আমার স্ত্রী, বাবা-মা, পরিবারের কাছেও বিশেষ মুহূর্ত।’’

আরও পড়ুন-আজাজের ‘পারফেক্ট টেন’, মায়াঙ্কের ১৫০, অশ্বিনের ৪ উইকেট

আজাজের স্পিনের মায়াজালে ভারতের (India) প্রথম ইনিংস ৩২৫ রানে শেষ হয়ে যাওয়ার পর অনিল কুম্বলে শুভেচ্ছা জানিয়েছেন নবীন তারকাকে। কুম্বলে বলেছেন, ‘‘আমাদের ক্লাবে স্বাগত আজাজ প্যাটেল। দারুণ বোলিং করেছ। টেস্ট ম্যাচের প্রথম ও দ্বিতীয় দিনে এভাবে একজন স্পিনারের দাপট দেখানো নিঃসন্দেহে অনবদ্য প্রচেষ্টা।’’

চলতি টেস্ট সিরিজ শুরুর আগে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের অনেকেই আজাজ প্যাটেলকে নিয়ে বেশি কিছু জানতেন না। অথচ সেই কিউয়ি স্পিনারের নাম এখন ইতিহাসের পাতায়। ১৯৮৮ সালের ২১ অক্টোবর মুম্বই শহরেই জন্ম আজাজের। তাঁর পরিবার যখন ভারত থেকে নিউজিল্যান্ডে পাকাপাকিভাবে চলে যায়, কিউয়ি স্পনারের বয়স তখন মাত্র আট বছর। এত বছর পর কেরিয়ারে প্রথমবার নিজের জন্মভূমিতে টেস্ট ম্যাচ খেললেন। আর জন্মশহরে অভিষেকেই এমন বিরল নজির।

Latest article