আলিপুর জেল মিউজিয়াম ভিন্টেজ গাড়ির প্রদর্শনী

যদি পুরনো গাড়ির প্রতি আগ্রহ থাকে, ভিন্টেজ গাড়ি যদি পছন্দের তালিকায় উপরের দিকে থাকে তাহলে এই সুযোগ একমাত্র ওইসব গাড়িপ্রেমীদের জন্যই

Must read

প্রতিবেদন : যদি পুরনো গাড়ির প্রতি আগ্রহ থাকে, ভিন্টেজ গাড়ি যদি পছন্দের তালিকায় উপরের দিকে থাকে তাহলে এই সুযোগ একমাত্র ওইসব গাড়িপ্রেমীদের জন্যই। ছুঁয়ে দেখতে পারবেন নিজের স্বপ্নের গাড়িকে। কারণ আলিপুর জেল মিউজিয়ামে শুরু হতে চলেছে ভিন্টেজ গাড়ি ও বাইকের প্রদর্শনী।
আগামী ১৪ জানুয়ারি থেকে আলিপুর মিউজিয়াম ও ক্লাসিক ড্রাইভার্স ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী। সাধারণত যেকোনও প্রাইভেট ক্লাবে এই ধরনের প্রদর্শনী হয়ে থাকে।

আরও পড়ুন-চলবে ১০-১৪ জানুয়ারি, ঘোষণা ব্রাত্য বসুর, শুরু হচ্ছে লিটল ম্যাগাজিন মেলা

সেক্ষেত্রে শুধুমাত্র ওই ক্লাবের সদস্যরাই প্রবেশের অনুমতি পান। কিন্তু আলিপুর মিউজিয়ামে করার উদ্দেশ্য সাধারণ মানুষও যাতে এই ধরনের প্রদর্শনী চাক্ষুষ করতে পারেন। উদ্যোক্তারা জানাচ্ছেন, প্রদর্শনীতে আসা প্রত্যেকটি গাড়ির সঙ্গেই কোনও না কোনও ইতিহাস জড়িয়ে রয়েছে। এরমধ্যে যেমন রয়েছে রাজ কাপুরের ‘ববি’ ছবির সেই দুষ্প্রাপ্য মডেলের মোটর সাইকেল, তেমনই থাকবে উত্তমকুমারের চালানো গাড়ি। থাকবে হেমন্ত মুখোপাধ্যায়ের বাহন নীলুও। জেল মিউজিয়ামের প্রবেশমূল্য দিয়েই প্রদর্শনী দেখা যাবে। থাকবে বেশ কিছু চমৎকার বাইকের সংগ্রহ।

Latest article