আলিপুরে শুরু হয়ে গেল পূর্ব ভারতের বৃহত্তম শপিং মলের নির্মাণকাজ

প্রসঙ্গত, ফিনিক্স মিলস লিমিটেড এর আগে চেন্নাই, পুনে, বেঙ্গালুরু, লখনউ, মুম্বাই, আগ্রা ছাড়াও বেশ কিছু শহরে মল তৈরি করেছে।

Must read

পূর্ব ভারতের (Eastern India) সবচেয়ে বড় শপিং মল (Shopping mall) ফিনিক্স মার্কেট সিটি তৈরির পরিকল্পনা আগে থেকেই থাকলেও এই বছর সেপ্টেম্বর থেকে শুরু হল নির্মাণ কাজ। আলিপুরের জাজেস কোর্ট রোডের কাছে এই শপিং মলটির নির্মাণ কাজ কয়েক সপ্তাহ আগে শুরু হয়েছে। এই মলটি কলকাতারই নয়, পূর্ব ভারতের বৃহত্তম মল হতে চলেছে। আগামী বছরের দ্বিতীয়ভাগের মধ্যে মলের নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-মন্তেশ্বরের পুলিশ কর্মী ও স্ত্রীকে নৃশংস খুনের ঘটনায় ৮ জনের যাবজ্জীবনের সাজা

শপিং মলটির আয়তন প্রায় ১০ লক্ষ স্কয়ার ফিট হতে চলেছে। মুম্বাইয়ের মল ডেভেলপার ফিনিক্স মিলস এবং কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ড যৌথভাবে এই মল তৈরির কাজ করছে। নির্মাণকারী সংস্থা এই মলের জন্য জমি কিনেছিল ৩০০ কোটি বিনিয়োগ করে। কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ড প্রায় ৫৬০ কোটি টাকা বিনিয়োগ করছে এই উপলক্ষে।

আরও পড়ুন-বিশ্বভারতীর বিদেশী পড়ুয়া অপহরণের ঘটনায় চাঞ্চল্য

প্রসঙ্গত, ফিনিক্স মিলস লিমিটেড এর আগে চেন্নাই, পুনে, বেঙ্গালুরু, লখনউ, মুম্বাই, আগ্রা ছাড়াও বেশ কিছু শহরে মল তৈরি করেছে। বহু আবাসন তৈরি করেছে এই সংস্থা। এই মল তৈরির আগেই পরিবেশগত ছাড়পত্র চেয়ে রাজ্যের কাছে আবেদন জানানো হয়েছিল। নির্মাণ সংস্থা গত বছরের জুন মাসে ছাড়পত্র পেয়েছিল । ।

আরও পড়ুন-‘মৌখিকভাবে দাবি করলেও কোনও নথি ইডি দিতে পারেনি, অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়’ রায় হাইকোর্টের

বিনিয়োগকারী সংস্থা কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ড এই মলের ৪৯ শতাংশ অংশীদার হবে। আধুনিক জীবনে ওপেন পাবলিক স্পেসের ভাবনা অভিনব। এই পরিকল্পনা বেশি করে তুলে ধরা হবে বলেই চিন্তা করা হচ্ছে। আলিপুরের মত জায়গা বলেই বেহালা, হাওড়া এবং উত্তর কলকাতার মানুষ খুব সহজে পৌঁছতে পারবেন এই মলে।

Latest article