প্রতিবেদন : রাজধানী দিল্লির আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব অমিত শাহর নিয়ন্ত্রণাধীন স্বরাষ্ট্রমন্ত্রকের। কিন্তু শাহর বাহিনী যে নিজেদের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ তার প্রমাণ মিলল। দিল্লিতে ধর্ষণের ঘটনা কমার বদলে ক্রমশই বাড়ছে। ২০২১ সালের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে ধর্ষণের ঘটনা বেড়েছে সাড়ে ১৭ শতাংশ। দিল্লিতে প্রতিদিন গড়ে ছয়জন নারী ধর্ষিত হচ্ছেন। দিল্লি পুলিশের পরিসংখ্যান থেকেই এই চাঞ্চল্যকর বিষয়টি জানা গিয়েছে।
আরও পড়ুন-মস্কোকে সেনা পাঠাচ্ছেন কিম জং
পুলিশের রিপোর্ট থেকে জানা গিয়েছে, চলতি বছর এ পর্যন্ত ১১০০টি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছে। নারী নির্যাতনের ঘটনা ১৯ শতাংশ বেড়েছে। স্বামী ও শ্বশুরবাড়ির দ্বারা নিষ্ঠুরতার ঘটনা বেড়েছে ২৯ শতাংশ। পরিসংখ্যান বলছে, ১ জানুয়ারী, ২০২১ থেকে ১৫ জুলাই ২০২১ পর্যন্ত দিল্লিতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ৬৭৪৭টি মামলা নথিভুক্ত হয়েছিল। ২০২২ সালে এই সময়ে যা বেড়ে হয়েছে ৭৮৮৭। চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত ১,১০০টি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছে। গত বছরের একই সময়ে এই সংখ্যাটা ছিল ১০৩৩টি। মহিলাদের শ্লীলতাহানির ঘটনাও বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে ১২৪৪টির তুলনায় চলতি বছরে ১৪৮০টি শ্লীলতাহানির মামলা নথিভুক্ত হয়েছে। নারী অপহরণের ঘটনা বেড়েছে প্রায় ১৭ শতাংশ। চলতি বছরে নারী অপহরণের ২১৯৭টি মামলা হয়েছে। গত বছরের তুলনায় যা ৩১৭টি বেশি। তথ্য অনুসারে, ২০২১ সালে স্বামী এবং শ্বশুরবাড়ির নিষ্ঠুরতার ঘটনায় ২০৯৬টি মামলা হয়েছিল। ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে হয়েছে ২৭০৪টি। যৌতুকের জন্য ৬৯টি মৃত্যুর এবং যৌতুক নিরোধ আইনে ৭টি মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন-মাস্ক পরেই আসুন আদালতে, আর্জি প্রধান বিচারপতির
পুলিশের দাবি, আগের তুলনায় নারীরা এখন অনেক বেশি সচেতন। সে কারণেই মেয়েরা আগের তুলনায় অনেক বেশি করে তাঁদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ জানাচ্ছেন। তাই এই সংখ্যাটা বেড়েছে।