রাসেল, নারিনকে ছেডে় দিতে পারে কেকেআর

Must read

প্রতিবেদন : পূর্ণ ক্ষমতা নিয়ে কলকাতা নাইট রাইডার্সে ফিরেছেন গৌতম গম্ভীর। মেন্টরের পরামর্শ মেনেই আগামী বছরের আইপিএলের রিটেনশন তালিকা তৈরি করে ফেলেছে কেকেআর ম্যানেজমেন্ট। রবিবারই বিসিসিআই-এর কাছে প্লেয়ার ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার তালিকা জমা দেওয়ার শেষ দিন। ফ্র্যাঞ্চাইজি সূত্রে যা খবর, কেকেআরে অতীতের গম্ভীর জমানায় সোনা ফলানো দুই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকে (Andre Russell-Sunil Narine) ছেড়ে দেওয়া হচ্ছে। নাইটদের নজরে বিশ্বকাপ মাতানো কিউয়ি অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। ভারতীয় বংশোদ্ভূত রাচিনকে নিলাম থেকে নেওয়ার পরিকল্পনা তৈরি গম্ভীরের।
২০১২ সালে নাইটদের প্রথমবার আইপিএল জয়ের বছর থেকে নারিন ও রাসেল (Andre Russell-Sunil Narine) দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। কিন্তু গত দু’বছরে দুই ক্যারিবিয়ান তারকাকে দেখে মনে হয়েছে, তাঁরা অস্তমিত সূর্য। গত মরশুমে রাসেল ব্যাট হাতে ১৪ ম্যাচে ১৪ ইনিংসে ২২৭ রান করেছেন। গড় মাত্র ২০.৬৪। বল হাতে নিয়েছেন মোটে ৭ উইকেট। অন্যদিকে, নারিনও বেশ নিষ্প্রভ ছিলেন গত মরশুমে। ১৪ ম্যাচে মাত্র ১১ উইকেট নিয়েছেন। ১০ ইনিংসে ব্যাটে রান করেছেন মাত্র ২১।
রাসেল, নারিন-সহ মোট সাত বিদেশিকে সম্ভবত ছেড়ে দিচ্ছে কেকেআর। বাকি পাঁচ বিদেশি হলেন লকি ফার্গুসন, টিম সাউদি, ডেভিড ওয়াইসি, লিটন দাস ও শাকিব আল হাসান। ভারতীয়দের মধ্যে উমেশ যাদব, মনদীপ সিং, অনুকূল রয়, কুলবন্ত খেজরোলিয়া ও আর্য দেশাইকে ছেড়ে দেওয়া হতে পারে। শার্দূল ঠাকুরকেও ছাড়ার ভাবনা রয়েছে।
জনা দশেক খেলোয়াড়কে আসন্ন মরশুমের জন্য ধরে রেখে নিলামে যেতে পারে কেকেআর। অধিনায়ক শ্রেয়স আইয়ার ছাড়াও রিঙ্কু সিং, নীতীশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, নারায়ণ জগদীশন, সুয়াশ শর্মা এবং বৈভব অরোরা সোনালি বেগুনি জার্সি গায়েই খেলবেন আসন্ন ২০২৪ আইপিএলে।

আরও পড়ুন- এগিয়ে থেকেও ড্র ইস্টবেঙ্গলের

Latest article