ভোট মিটল মরুরাজ্যে

Must read

প্রতিবেদন : টানা কয়েক সপ্তাহের হাইভোল্টেজ প্রচারের পর শনিবার কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৯৯ আসনে একদফায় ভোটগ্রহণ (Rajasthan Assembly Election) পর্ব সম্পন্ন হল। প্রার্থীমৃত্যুর জেরে একটি আসনে ভোট স্থগিত হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এদিন বিকাল ৫টা পর্যন্ত ৬৮.২৪ শতাংশ ভোট পড়ে। মোট ৫,২৬,৯০,১৪৬ জন ভোটার ১,৮৭৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে ভোট (Rajasthan Assembly Election) দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত কিছু হিংসার ঘটনাও সামনে এসেছে। ঢোলপুরের বারিতে বুথ দখলের চেষ্টার অভিযোগ ওঠে, চুরুর তারানগরে গুলি চালানো এবং পাথর ছোড়ার পরে ওইসব এলাকায় বিক্ষিপ্ত কিছু উত্তেজনা সৃষ্টি হয়। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৩ ডিসেম্বর। এদিনভোট দেওয়ার আগে মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, আমাদের সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে এবং গত ৫ বছরে যে উন্নয়ন হয়েছে তা বিবেচনা করে জনগণ আমাদের সরকারকে পুনরায় নির্বাচিত করবে। এদিকে এদিন উদয়পুরে ভোট দেওয়ার সময় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের।

আরও পড়ুন- টানেলে বিকল্প খনন কীভাবে?

Latest article