দায়িত্ব নিয়ে অনিত পাহাড়ে নবযুগ শুরু

পাঁচ বছর স্থায়ী কোনও জনপ্রতিনিধি ছিল না জিটিএতে। দীর্ঘদিন বাদে নির্বাচন হওয়ায় খুশি পাহাড়ের মানুষ। উন্নয়ন নিয়ে আশাবাদীও তাঁরা।

Must read

সংবাদদাতা, দার্জিলিং : পাহাড়ে শুরু হল নতুন যুগ। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) দায়িত্ব নিয়েই জানালেন অনিত থাপা। শপথগ্রহণের পরে শুক্রবার লালকুঠিতে গিয়ে জিটিএ-র চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব নিলেন অনিত। অনিতের সঙ্গে এদিন ডেপুটি এক্সিকিউটিভ অফিসার সঞ্চবীর সুব্বা, জিটিএ চেয়ারম্যান অঞ্জুল চৌহান ও ডেপুটি চেয়ারম্যান রাজেশ চৌহান দায়িত্ব নিয়েছেন।

আরও পড়ুন-রাজ্যে কালাজ্বরের আতঙ্ক, রোগ নির্মূলে আক্রান্তদের পাকাবাড়ি ও শৌচালয়

পাঁচ বছর স্থায়ী কোনও জনপ্রতিনিধি ছিল না জিটিএতে। দীর্ঘদিন বাদে নির্বাচন হওয়ায় খুশি পাহাড়ের মানুষ। উন্নয়ন নিয়ে আশাবাদীও তাঁরা। অনিতের সঙ্গে অন্য জিটিএ সদস্যরাও লালকুঠিতে উপস্থিত হন। জেলাশাসক এস পুন্নবালম অনিতকে জিটিএ দফতর লালকুঠিতে স্বাগত জানান। চেয়ারে বসে অনিত বলেন, পাহাড়ে এক নতুন যুগ শুরু হল। মানুষ তাকিয়ে ছিল এই দিনের জন্য। পাহাড়ের উন্নয়নই আমার কাছে চ্যালেঞ্জ। রাজ্যপাল জিটিএ অডিটের কথা বলেছিলেন। আমিও চাই প্রতি বছর অডিট হোক। কোনওরকম দুর্নীতির অভিযোগ যেন না ওঠে।

Latest article