রাজ্যে কালাজ্বরের আতঙ্ক, রোগ নির্মূলে আক্রান্তদের পাকাবাড়ি ও শৌচালয়

আবার এ-ও মনে করা হচ্ছে, মূলত বিহার বা ঝাড়খণ্ড থেকে দীর্ঘ সময় কাটিয়ে আসা রোগীদের থেকে বাংলায় এই প্রকোপ বাড়ছে।

Must read

প্রতিবেদন : বঙ্গে ফিরে এল ‘কালাজ্বর’ আতঙ্ক। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যে বাংলার ১১ জেলায় ৬০-এর ওপর আক্রান্তের খোঁজ মিলেছে। যা রীতিমতো আতঙ্ক বাড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। এও জানান হয়েছে যে, আগামী দিনে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। তবে রোগের প্রকোপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তার ছড়িয়ে পড়া ঠেকাতে তৎপর হয়ে উঠেছে রাজ্য সরকার। রোগ নির্মূল করতে রাজ্য সরকারের পক্ষ থেকে আক্রান্তদের পাকাবাড়ি ও শৌচালয় করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর। পাশাপাশি স্বাস্থ্যভবন থেকে এইসব এলাকায় লাগাতার সমীক্ষা শুরু হচ্ছে।

আরও পড়ুন-ঘনা কোথায়? পুলিশকে খোঁজার নির্দেশ আদালতের

স্বাস্থ্য দফতর সূত্রে খবর মিলেছে, রাজ্যের ১১টি জেলায় কমপক্ষে ৬৫ জন এখনও পর্যন্ত কালাজ্বরে আক্রান্ত হয়েছে। এক সময় ছিল এই রোগ বাংলায় আর দেখা যেত না। কিন্তু অনুমান করা হচ্ছে যে সেই রোগের প্রকোপ ফের বাড়তে শুরু করেছে। যাঁরা আক্রান্ত হয়েছে বলে খবর তাঁদের ওপর নজর রাখা হচ্ছে এবং তাঁদের সংস্পর্শে যাঁরা ছিলেন তাঁদের খোঁজও চালানো হচ্ছে। মূলত স্যাঁতসেঁতে মাটির বাড়ি, মেঝেতে বা দেওয়ালে বেলে মাছির ডিম থেকে এই রোগ ছড়ায়। সূত্রের খবর, বৃহস্পতিবার থেকেই স্বাস্থ্যভবনের বিশেষজ্ঞদল কালাজ্বরপ্রবণ এলাকা পরিদর্শনে যাচ্ছে। রাজ্য স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ নিয়োগী বলেছেন, “আক্রান্তদের চিহ্নিত করে পাকাবাড়ি করে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।” তাঁর কথায়, “রোগীকে নিখরচায় যেমন ওষুধ দেওয়া হচ্ছে, তেমনই এই মাস থেকে নিখরচায় মাসিক পুষ্টিকর খাবারও দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আরও পড়ুন-কল্যাণী এইমস-এর নিয়োগ দুর্নীতির মামলায়, বিজেপি বিধায়কের কন্যাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ সিআইডির

এই রোগ হলে চামড়া শুকিয়ে যায়, রক্তাল্পতা দেখা দেয়। প্রায় ১৪ দিন জ্বর থাকে। তাই এই রোগের প্রকোপ যাতে না বাড়ে সেই কারণে বাড়ির শৌচালয় নিয়মিত পরিষ্কার-পরিছন্ন রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আপাতত যা খবর তাতে সবথেকে বেশি এই রোগে আক্রান্ত হয়েছে মালদহে। এ-ছাড়াও দার্জিলিং, বাঁকুড়া-সহ একাধিক জেলায় এই রোগের সন্ধান মিলেছে। তবে এখন হঠাৎ করে এই রোগের প্রকোপ দেখা দিতে শুরু করল কেন? বিশেষজ্ঞরা কিন্ত এর জন্য করোনা ভাইরাসকেই দায়ী করছেন। আবার এ-ও মনে করা হচ্ছে, মূলত বিহার বা ঝাড়খণ্ড থেকে দীর্ঘ সময় কাটিয়ে আসা রোগীদের থেকে বাংলায় এই প্রকোপ বাড়ছে।

Latest article