আমেরিকায় বন্ধ হল আরও এক ব্যাঙ্ক

দেশের অর্থনৈতিক সম্পর্কে রক্ষা করার জন্য ব্যাঙ্কিং ব্যবস্থাকে কীভাবে আরও উন্নত ও শক্তিশালী করা যায় তা নিয়ে প্রশাসন পর্যালোচনা করবে

Must read

প্রতিবেদন : চরম আর্থিক মন্দার কবলে পড়েছে আমেরিকার অর্থনীতি। মন্দার কারণে সিলিকন ভ্যালির পর রবিবার সে দেশে বন্ধ হয়ে গেল সিগনেচার ব্যাঙ্ক। জানা গিয়েছে, দেউলিয়া হয়ে যাওয়ার কারণেই বন্ধ হয়েছে সিগনেচার ব্যাঙ্ক। তবে সিলিকন ভ্যালির মতো সিগনেচার ব্যাঙ্কেরও যাবতীয় অর্থ ও নথিপত্র অধিগ্রহণ করেছে সরকার।

আরও পড়ুন-বিজ্ঞপ্তি প্রত্যাহারের সুপ্রিম নির্দেশ কেন্দ্রকে

ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ার এই খবরে গ্রাহকরা চরম উদ্বেগে পড়েছেন। প্রশাসন গ্রাহকদের আশ্বস্ত করে জানিয়েছে, কিছুদিনের মধ্যেই তাঁদের জমানো অর্থ ফিরিয়ে দেওয়া হবে। তবে কতদিনের মধ্যে এই অর্থ তাঁরা ফেরত পাবেন তা নিয়েই গ্রাহকরা উৎকণ্ঠায় রয়েছেন। এরই মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন এক হুঁশিয়ারিতে জানিয়েছেন, সিলিকন ভ্যালি ব্যাঙ্ক বিপর্যয়ের জন্য যারা দায়ী তাদের প্রত্যেককেই জবাব দিতে হবে। দেশের অর্থনৈতিক সম্পর্কে রক্ষা করার জন্য ব্যাঙ্কিং ব্যবস্থাকে কীভাবে আরও উন্নত ও শক্তিশালী করা যায় তা নিয়ে প্রশাসন পর্যালোচনা করবে।

Latest article