সুরেশ রায়নার আত্মীয় খুন হয়েছিল ২০২০ সালে আইপিএল চলাকালীন। সেই ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীর মৃত্যু হল এনকাউন্টারে। ২০২০ সালের এই খুনে অভিযুক্ত ছিল রশিদ আলি ওরফে ‘চলতা ফিরতা সিপাইয়া’। জানা গিয়েছে শনিবার সন্ধ্যায় সেই রশিদ এনকাউন্টারে মারা গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহপুর এলাকায়।
আরও পড়ুন-পুরীতে ২কোটির জমি ‘বিশ্ববাংলা ভবন’-এর জন্য বাংলাকে উপহার ওড়িশার
সূত্রের খবর শাহপুর থানা এলাকায় একটি দুষ্কৃতীদের গ্যাঙ আছে জানতে পারে পুলিশ। অভিযান চালায় পুলিশ। বাইকে করে রশিদ এবং অপর এক দুষ্কৃতী পালাচ্ছিল। পুলিশের দিকে গুলি করে তারা। পুলিশ পাল্টা গুলি চালালে মৃত্যু হয় রশিদের। রশিদের থেকে দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে । শাহপুরের স্টেশন হাউজ অফিসার বাবলু সিংয়ের গুলি লেগেছে। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে।
আরও পড়ুন-অস্বাভাবিক শব্দ, রবিবার ১ ঘণ্টার বেশি সময় ধরে বিঘ্নিত মেট্রো পরিষেবা
রশিদের বিরুদ্ধে পঞ্জাবে সুরেশ রায়নার আত্মীয়র বাড়িতে ঢুকে তিনজনকে খুন করার অভিযোগ রয়েছে । এছাড়াও অনেক ডাকাতির অভিযোগ রয়েছে। ১৯ অগস্ট পঞ্জাবের পাঠানকোটে রায়নার আত্মীয়র বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল রশিদ এবং তার গ্যাঙ। সুরেশ রায়নার কাকা অশোক কুমার এবং অশোকের ছেলে কুশল মারা যায়। অশোকের স্ত্রী আশা রানি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভরতি হন। পরে সেবছর ৩১ অগস্ট তিনিও মারা যান।