বার্মিংহাম, ৬ অগাস্ট : শুক্রবারের মতো শনিবারও চলতি কমনওয়েলথ গেমসে কুস্তি থেকে তিনটি সোনা ঝুলিতে পুরল ভারত। এদিন পুরুষদের ৫৭ কেজি বিভাগে নাইজেরিয়ার ওয়েলসন ইবাইকেওয়েনিমোকে ১০-০ পয়েন্টে হারিয়ে সোনা জিতে নেন রবিকুমার দাহিয়া। টোকিও অলিম্পিকে রুপো জয়ের পর এবার কমনওয়েলথে সোনা জিতে দেশকে আরও একবার গর্বিত করলেন রবিকুমার।
আরও পড়ুন-ফাইনালে মনপ্রীতরা
অন্যদিকে, ভারতকে দ্বিতীয় সোনার পদক উপহার দেন বিনেশ ফোগত। তিনি মেয়েদের ৫৩ কেজি বিভাগে শ্রীলঙ্কার চামোদা কেশানিকে ১২-২ পয়েন্টে হারিয়ে সোনা ছিনিয়ে নেন। তৃতীয় সোনা জিতেছেন আরেক ভারতীয় কুস্তিগীর নবীন। তিনি পুরুষদের ৭৪ কেজি বিভাগের ফাইনালে পাকিস্তানের তাহির মুহম্মদ শরিফকে ৯-০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে সোনা জিতেছেন।
আরও পড়ুন-টি-২০ সিরিজও ভারতের দখলে ভারত ১৯১/৫ (২০ ওভার) ওয়েস্ট ইন্ডিজ ১৩২ (১৯.১ ওভার)
এদিকে, তেজস্বীন শঙ্কর (হাই জাম্পে ব্রোঞ্জ) এবং মুরলী শ্রীশঙ্করের (লং জাম্পে রুপো) পর শনিবার অ্যাথলেটিক্স থেকে দেশকে জোড়া পদক উপহার দিলেন অবিনাশ সাবলে ও প্রিয়াঙ্কা গোস্বামী। পুরুষদের তিন হাজার মিটার স্টিপলচেজে রুপো পেলেন অবিনাশ। অন্যদিকে, মেয়েদের ১০ হাজার মিটার হাঁটায় রুপো পেয়েছেন প্রিয়াঙ্কা। ৪৩ মিনিট ৩৮.৮২ সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় স্থানে শেষ করে রুপো পান প্রিয়াঙ্কা। অন্যদিকে, মাত্র ০.০৫ সেকেন্ডের জন্য সোনা হাতছাড়া হয়েছে অবিনাশের। তিনি ৮ মিনিট ১১.২০ সেকেন্ডে দৌড় শেষ করেন।
আরও পড়ুন-তেজস কিনতে আগ্রহী একাধিক দেশ
এই ইভেন্টে সোনা ও ব্রোঞ্জ জিতেছেন দুই কেনিয়ান অ্যাথলিট। এদিকে, লন বোলের দলগত বিভাগে সোনা জিতেছিল ভারতীয় মহিলা দল। শনিবার পুরুষদের দলগত বিভাগে লন বোল থেকে রুপো পেল ভারত। এছাড়া এদিন বক্সিং থেকেও আরও তিনটি পদক এদিনই নিশ্চিত করে ফেলল ভারত। শুধু তাই নয়, নিজের নিজের বিভাগের ফাইনালে উঠে সোনা জয়ের আশা উসকে দিয়েছেন নীতু গাংঘাস, অমিত পাঙ্ঘাল ও নিখাত জারিন।