লোকসভা নির্বাচনে পাঞ্জাবে কংগ্রেসের সঙ্গে তাঁরা যে হাত মেলাতে চান না, তা আগেই জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার সেই তত্ত্বই ফের শোনালেন আপ সুপ্রিমো। এদিন কেজরিওয়াল স্পষ্টভাবে জানিয়ে দেন, পাঞ্জাব এবং চণ্ডীগড়ে লোকসভা নির্বাচনে একাই লড়বে আপ। ইন্ডিয়া জোটের সঙ্গে কোনওরকম আসন ভাগাভাগি হবে না। অরবিন্দ কেজরিওয়াল আরও বলেন, আগামী ১৫ দিনের মধ্যে আমরা পাঞ্জাবের ১৩টি আসন এবং চণ্ডীগড়ে প্রার্থীদের নাম ঘোষণা করব। পাঞ্জাবের সব আসনে আপ প্রার্থী দেবে জানিয়ে কেজরিওয়াল বলেন, আপনারা আমাদের হাত যত শক্ত করবেন ততই মানুষের জন্য কাজ করতে উদ্যোগী হব আমরা। কেজরির এমন মনোভাবের পিছনে কংগ্রেসের অনমনীয় ভূমিকাই যে প্রধান তা বুঝিয়ে দিয়েছে আপ শিবির। দলীয় নেতৃত্বের বক্তব্য, কংগ্রেসের খামখেয়ালিপনার খেসারত দিতে রাজি নন তাঁরা। শনিবার পাঞ্জাবে ঘর ঘর রেশন প্রকল্পের উদ্বোধন করতে গিয়েই লোকসভা নির্বাচনে একা লড়ার ঘোষণা করেন আপ সুপ্রিমো। কেজরিওয়াল সাফ জানান, পাঞ্জাবের ১৩ আসনেই একা লড়বে আম আদমি পার্টি। চণ্ডীগড়েও একটি আসনে প্রার্থী দেবে আপ। পাশাপাশি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে নির্বাচিত করার জন্য পাঞ্জাবের জনগণকে ধন্যবাদ জানিয়ে কেজরিওয়াল বলেন, আজ থেকে দু’বছর আগে আপনারা আমাদের আশীর্বাদ দিয়েছিলেন। ১১৭টি আসনের মধ্যে ৫২টি আসনেই জয়ী হয়েছি আমরা। অনুষ্ঠানে উপস্থিত মানুষের সামনে হাতজোড় করে এরপর কেজরি জানান, দু’মাস পর লোকসভা নির্বাচন। আপনাদের কাছে আমার অনুরোধ, দু’বছর আগে আমাদের যেমন আশীর্বাদ দিয়েছিলেন, তেমনই এবারও ১৪ আসনেও আশীর্বাদ দিতে হবে। প্রসঙ্গত, এর আগে কংগ্রেসের গাজোয়ারির জেরে জোট ছাড়া বাংলার ৪২ আসনেই তৃণমূল কংগ্রেস যে একা লড়বে তা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই জোটের শরিক দলগুলি সাফ জানিয়েছিল, যে দল যেখানে শক্তিশালী সেখানে সেই দলকেই অগ্রাধিকার দিতে হবে। কিন্তু ক্ষয়িষ্ণু শক্তি হয়েও অনমনীয় মনোভাব দেখাচ্ছে কংগ্রেস। আর তাদের অবাস্তব দাবি ও একগুঁয়ে মনোভাবের কারণেই ধীরে ধীরে একলা চলার সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে বিরোধী দলগুলি।
আরও পড়ুন- চব্বিশে বিজেপিকে ভারতছাড়া করার শপথ তৃণমূল কর্মীদের