আসানসোলের শপথ দু’বার জল, খাল সংস্কার

Must read

অসীম চট্টোপাধ্যায়, আসানসোল : পূর্তমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak) বলেছেন, আসানসোল পুরনিগম নির্বাচনের ইস্তাহারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রচনা করেছেন। মুখ্যমন্ত্রী চান আয়তনের দিক থেকে রাজ্যের বৃহত্তম এই পুরনিগম একটি মডেল কর্পোরেশন হিসাবে আত্মপ্রকাশ করুক। মুখ্যমন্ত্রীর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবার প্রায় প্রতিটি ক্ষেত্রেই নজরকাড়া উন্নয়নের রূপরেখা তৈরি করা হয়েছে।

আরও পড়ুন – বামেদের বিঁধলেন ফিরহাদ

মন্ত্রী (Moloy Ghatak) বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে পুরনিগম এলাকার প্রতিটি বাড়িতে পরিশোধিত পানীয় জলের সংযোগ স্থাপন করা হবে। এতদিন দিনে একবার জল সরবরাহ করা হত। এখন থেকে সকাল ও বিকেলে দু’বার জল সরবরাহ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গত বছর অক্টোবর মাসে একদিনে চারশো পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়। যার ফলে শহরের বেশ কিছু এলাকা সম্পূর্ণভাবে জলবন্দি হয়ে পড়ে। সেই অবস্থার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেদিকে লক্ষ্য রেখেই এবার গাড়ুই নদী সহ অন্যান্য নদী ও খালগুলির আমূল সংস্কার করার নীল নকশা তৈরি করা হচ্ছে বলে জানান মলয়বাবু। তিনি বলেন, নদীগুলি থেকে পলি তুলে সেগুলিতে জলধারণ ক্ষমতা বৃদ্ধি করা হবে। এই সমস্ত কাজই আগামী পুর বোর্ড করবে।

Latest article