প্রতিবেদন : বন্যা ও ধসে অসমে (Assam Floods) মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪ শিশু-সহ ১২ জনের মৃত্যু হয়েছে। ফলে অসমে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেল। এখনও পর্যন্ত বিভিন্ন জেলায় বেশ কয়েকজনের কোনও খোঁজ মিলছে না। এরইমধ্যে বন্যাকবলিত বেশিরভাগ এলাকা থেকেই ত্রাণ সামগ্রী বণ্টন নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। দুর্গতদের অভিযোগ, রাজ্যের বিজেপি সরকার বন্যা কবলিত মানুষকে পর্যাপ্ত খাদ্য, পানীয়, ওষুধ কিছুই দিতে পারছে না। বিভিন্ন ত্রাণশিবিরগুলিতে চরম অবস্থা। এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও বিজেপি সরকার রাজনীতি করছে। শেষ ২৪ ঘণ্টায় হোজাই জেলায় (Assam Floods) চারজন, বরপেটা ও নলবাড়িতে তিনজন করে এবং কামরূপে দু’জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত রাজ্যে প্রায় ৫৫ লক্ষ মানুষ বন্যাকবলিত হয়েছেন। রাজ্যের ৩২টি জেলার প্রায় পাঁচ হাজার গ্রাম সম্পূর্ণ বিধ্বস্ত। ব্রহ্মপুত্র-সহ বেশ কয়েকটি নদীর জল এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে।
আরও পড়ুন: জেলেই সুকি