সবুজ-মেরুনে সই অস্ট্রেলীয় ডিফেন্ডারের

ট্রফি জেতাতে চান হ্যামিল

Must read

প্রতিবেদন : নতুন মরশুমের জন্য অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের তারকা ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলকে (Brendan Hamill) দু’বছরের চুক্তিতে সই করিয়ে নিল মোহনবাগান (Mohun Bagan)। ‘এ’ লিগে গতবারের রানার্স মেলবোর্ন ভিক্ট্রি-র হয়ে খেলেছেন এই অস্ট্রেলীয় সেন্টার ব্যাক। এএফসি কাপ সেমিফাইনালের জন্য এশীয় কোটার একজন ডিফেন্ডার খুঁজছিলেন স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো (Spanish Coach Juan Ferrando)। সেই রণনীতির কারণেই চতুর্থ বিদেশি হিসেবে এশীয় কোটায় নেওয়া হল অভিজ্ঞ এই অস্ট্রেলীয় ডিফেন্ডারকে (Australia Defender)। দক্ষিণ কোরিয়ার লিগ এবং ‘এ’ লিগের সফল ব্রেন্ডনের গুণ, তিনি রক্ষণ সামলানোর পাশাপাশি অ্যাটাকিং ফুটবলেও দক্ষ। রক্ষণ থেকে উপরে উঠে গিয়ে গোলও করেন। গত মরশুমে ‘এ’ লিগে ব্রেন্ডনের তিনটি গোল আছে।

আরও পড়ুন: ভারতকে জেতালেন রাধা, জেমাইমা

কোচ জুয়ান বলেছেন, “হ্যামিলকে (Brendan Hamill) বেছে নেওয়ার কারণ, ও রক্ষণে নির্ভরতা দেওয়ার পাশাপাশি খেলাটা তৈরিও করে। ও দলে যোগ দেওয়ায় কঠিন সময়ে রক্ষণে ওর সাহায্য পাওয়া যাবে। অস্ট্রেলিয়ার লিগে হ্যামিলের খেলা আমি দেখেছি। ওর অভিজ্ঞতা দলকে সমৃদ্ধ করবে।” সবুজ-মেরুনে সই করে হ্যামিল বলেছেন, “ভারতীয় ফুটবল সম্পর্কে যে তথ্য জেনেছি তাতে এই ক্লাবের একটা বিশাল ফুটবল ইতিহাস আছে। সবুজ-মেরুন জার্সির ঐতিহ্য ও পরম্পরা ভারতীয় ফুটবলকে (Indian Football) সমৃদ্ধ করেছে। মোহনবাগান ক্লাবকে ট্রফি এনে দেওয়ার জন্য মুখিয়ে আছি। শুনেছি এই ক্লাবের কোটি কোটি সমর্থক। মেরিনারদের আনন্দ দেওয়াই লক্ষ্য হবে আমার।”

আরও পড়ুন: মারাদোনার চিকিৎসকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু

Latest article