স্বামীকে গ্রেফতার করে শিরোনামে, দুর্নীতির দায়ে জেলে সেই দাবাং-কপ

Must read

প্রতিবেদন : গত মাসে নিজের জালিয়াতির অভিযোগে হবু বরকে গ্রেফতার করেছিলেন অসম পুলিশ (Assam Police) অফিসার জুনমনি রাভা (Junmoni Rabha)। দুর্নীতির অভিযোগে এবার তিনি (Junmoni Rabha) নিজেই গ্রেফতার হলেন। পুলিশ জানিয়েছে, স্থানীয় দুই ঠিকাদারের অভিযোগে ভিত্তিতে অসমের নগাঁও (Assam Nagoan District) জেলার সাব-ইন্সপেক্টর রাভাকে দুইদিন জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে মাজুলি (Majuli District Court) জেলার আদালত। দুই ঠিকাদার পুলিশের কাছে অভিযোগ করে বলেন, রাভা যখন মাজুলি জেলায় কর্মরত ছিলেন তখন তাঁর হবু স্বামী রানা পোগাগের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেন। এরপর রানা পোগাগের সঙ্গে ঠিকাদারদের আর্থিক চুক্তি হয়। পরে তাঁরা সেখান থেকে প্রতারিত হন। পোগাগের বিরুদ্ধে অভিযোগ, তিনি কিছু লোককে অয়েল ও ন্যাচারাল গ্যাস কর্পোরেশনে (ওএনজিসিতে) চাকরি এবং চুক্তির প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে প্রতারণা করেছেন। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন রাভা। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয় এবং বর্তমানে তিনি মাজুলি জেলে রয়েছেন। পরের অভিযোগটি আনা হয় ‘লেডি সিংহাম’ বা ‘দাবাং কপ’ হিসাবে পরিচিত এসআই রাভার বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁর হবু বর আসলে তাঁর হয়েই অর্থ সংগ্রহ করেছিলেন। সে অভিযোগের তদন্তের নির্দেশও দিয়েছে পুলিশ। বর্তমানে রাভাকে মাজুলি জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। গত বছরের অক্টোবরে পোগাগের সঙ্গে বাগদান হয় রাভার।

আরও পড়ুন: ফের আমেরিকায় বন্দুকবাজের হানা

Latest article